বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে পদ থেকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি। সংবিধানের অনুচ্ছেদ ৯৬(৬) অনুযায়ী রাষ্ট্রপতির আদেশক্রমে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে নিশ্চিত করেছে আইন ও বিচার বিভাগ।
২১ মে (বুধবার) জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে হাইকোর্ট বিভাগের বিচারকের পদ থেকে অপসারণ করা হয়েছে। আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি একই দিন প্রকাশ পায়।
বিচারপতি দিলীরুজ্জামান এর আগে আলোচনায় আসেন ২০২৩ সালের কোটা সংস্কার আন্দোলন নিয়ে। ওই বছরের জুলাই ও আগস্ট মাসে কোটা বিরোধী আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনা তদন্তে তার নেতৃত্বে একটি কমিশন গঠন করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। তবে মাত্র এক মাসের মাথায়, ২৭ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে সেই তদন্ত কমিশন বাতিল করে দেয়।
উল্লেখ্য, সংবিধানের ৯৬ অনুচ্ছেদ অনুযায়ী বিচারপতিদের অপসারণের প্রক্রিয়া অত্যন্ত সংবেদনশীল ও সাংবিধানিক কাঠামোর মধ্যে পরিচালিত হয়। বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান ছিলেন হাইকোর্ট বিভাগের একজন সিনিয়র বিচারক, যিনি বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ মামলার শুনানিতে অংশ নিয়েছেন।
তবে তার অপসারণের কারণ সম্পর্কে সরকারিভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। সংবিধানের সংশ্লিষ্ট ধারার আওতায় রাষ্ট্রপতির এই সিদ্ধান্ত বিচার বিভাগের স্বাধীনতা ও জবাবদিহিতা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।