সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মোট ১ হাজার ৪৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৯ জুন) পুলিশের সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অভিযানে ওয়ারেন্টভুক্ত ও মামলার আসামি হিসেবে ৯১৯ জনকে আটক করা হয়েছে। অন্য ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে আরও ৫৫৯ জনকে।
এছাড়া অভিযানের সময় পুলিশ বিভিন্ন ধরনের অস্ত্র ও দেশীয় সরঞ্জামও উদ্ধার করেছে। এর মধ্যে রয়েছে—২টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল, ১টি লোহার পাইপ, ২টি লোহার স্পিং, ১টি দেশীয় ছোরা ও ২টি ককটেল। পুলিশ বলছে, সারা দেশে অপরাধ দমন ও নিরাপত্তা জোরদারে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হয়।