জাপানের সঙ্গে নতুন কোনো বাণিজ্য চুক্তি হবে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট করে বলেছেন, এই চুক্তি আদৌ হবে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।
মঙ্গলবার (১ জুলাই) ফ্লোরিডা সফর শেষে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমরা জাপানের সঙ্গে আলোচনা করেছি। কিন্তু আমি নিশ্চিত না, আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারব কিনা। আমার মনে হয় না সেটা হবে। জাপান খুব একগুঁয়ে।”
এই বক্তব্যকে কেন্দ্র করে বুধবার (২ জুলাই) একটি প্রতিবেদন প্রকাশ করেছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। ট্রাম্পের অভিযোগ, জাপান চালের মতো গুরুত্বপূর্ণ পণ্য চাইলেও যুক্তরাষ্ট্রের চাল বা অন্যান্য পণ্য নিতে চায় না। তার মতে, জাপানের অবস্থান খুবই একপাক্ষিক।
এদিকে বাণিজ্য চুক্তির সময়সীমা বাড়ানোর কোনো ইচ্ছাও নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন ট্রাম্প। তিনি জানান, আগামী ৯ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে হবে। এই সময়সীমা আর বাড়ানো হবে না। ট্রাম্প বলেন, “না, সময় বাড়ানোর কথা আমি ভাবছি না। বরং আমি এখন অনেক দেশের কাছে চিঠি লিখতে বসব।”
আলোচনার একপর্যায়ে ট্রাম্প ফের কটাক্ষ করেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলকে। তার ভাষায়, “যদি আমাদের সুদের হার তিন পয়েন্ট কম হতো, তাহলে প্রায় এক ট্রিলিয়ন ডলার খরচ কম হতো।” তিনি জেরোম পাওয়েলকে ‘মূর্খ’ বলেও উল্লেখ করেন এবং জানান, তার জায়গায় বিকল্প হিসেবে দু–তিনজন শীর্ষ পছন্দের নাম ইতিমধ্যে ভাবা আছে।