বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরিত হয়।
এই চুক্তিগুলো দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে। স্বাক্ষরিত নোট অব এক্সচেঞ্জ এবং সমঝোতা স্মারকগুলো হলো, নোট অব এক্সচেঞ্জ (৩টি):
- উচ্চশিক্ষায় সহযোগিতা: মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হাজী মোহামাদ বিন হাজী হাসান ও বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল স্বাক্ষর করেন।
- কূটনীতিক প্রশিক্ষণ: মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হাজী মোহামাদ বিন হাজী হাসান ও বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন স্বাক্ষর করেন।
- হালাল ইকোসিস্টেম: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তরের উপমন্ত্রী সিনেটর ড. জুলকিফলি বিন হাসান এবং বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথোরিটির (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন স্বাক্ষর করেন।
সমঝোতা স্মারক (৫টি) হলো:
- প্রতিরক্ষা সহযোগিতা: মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী মোহামেদ খালেদ বিন নরদিন ও বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন স্বাক্ষর করেন।
- এলএনজি ও জ্বালানি: মালয়েশিয়ার ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী আমির হামজাহ বিন আজিজান ও বাংলাদেশের জ্বালানিবিষয়ক উপদেষ্টা এম ফওজুল কবির খান স্বাক্ষর করেন।
- গবেষণা সহযোগিতা: মালয়েশিয়ার ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ ও বাংলাদেশের বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। স্বাক্ষর করেন মালয়েশিয়ার চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ফাইজ আবদুল্লাহ ও বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান।
- ব্যবসায়িক সহযোগিতা: MIMOS Services Sdn Bhd ও বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিএমসিসিআই) মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। এতে স্বাক্ষর করেন MIMOS এর সিইও মোহামাদ ফৌজি ইয়াহইয়া ও বিএমসিসিআইয়ের প্রেসিডেন্ট সাব্বির আহমেদ খান।
- ব্যবসায়িক সহযোগিতা: মালয়েশিয়ার ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও বাংলাদেশের ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। এতে স্বাক্ষর করেন এনসিসিআইএমের সভাপতি এন. গোবালকৃষ্ণান ও এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান।
আগামী তিন দিনের সফরে ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন। সফর শেষে তিনি ১৩ আগস্ট দেশে ফিরবেন। এর আগে, ১১ আগস্ট সকাল ৯টায় কুয়ালালামপুরের পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর অফিসে পৌঁছে আনোয়ার ইব্রাহিম তাঁকে লাল গালিচায় অভ্যর্থনা জানান এবং গার্ড অব অনার প্রদান করেন। পরে আনোয়ার ইব্রাহিম মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে ড. ইউনূসের পরিচয় করিয়ে দেন। তার পরই দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।

