দেশের বাজারে চালের দাম নিয়ন্ত্রণে রাখতে চার মাস পর আবারও বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। আমদানিকারকদের দাবি, এতে বাজারে চালের দাম কিছুটা কমতে পারে। তবে শুল্ক না কমানোয় খুব বেশি পরিমাণে চাল আসবে না বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ৯টা পর্যন্ত ভারতীয় ৯টি ট্রাকে ৩১৫ মেট্রিক টন চাল বেনাপোলে প্রবেশ করেছে।
আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স হাজি মুসা করিম অ্যান্ড সন্স-এর স্বত্বাধিকারী আব্দুস সামাদ জানান, মঙ্গলবার থেকে ভারতীয় পেট্রাপোল বন্দরে অপেক্ষমাণ ছিল চালবোঝাই ট্রাকগুলো। সেগুলো বৃহস্পতিবার রাতে বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। আরও বেশ কিছু ট্রাক প্রবেশের অপেক্ষায় আছে। ইতিমধ্যে কাস্টমসে বিল অব এন্ট্রি জমা দিয়ে ছাড়করণের প্রক্রিয়া শুরু হয়েছে।
বেনাপোল স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান বলেন, চার মাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে আবারও চাল আমদানি শুরু হলো। প্রথম দিনেই ৩১৫ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। পরবর্তী দিনগুলোতে আরও ট্রাক চাল আসবে।
বেনাপোল উদ্ভিদ সঙ্গনিরোধকেন্দ্রের উপসহকারী কর্মকর্তা শ্যামল কুমার নাথ জানান, সর্বশেষ ১৫ এপ্রিল এ বন্দরে চাল আমদানি হয়েছিল। বৃহস্পতিবার থেকে আবার চাল আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি বলেন, আমদানিকৃত চালের নমুনা পরীক্ষা করে দ্রুত সনদ প্রদান করা হবে, যাতে দ্রুত ছাড়করণ সম্ভব হয়।
আমদানিকারকরা বলছেন, সরকারের অনুমতি পেয়ে চাল আমদানি শুরু হলেও শুল্ক কমানো হয়নি। এতে বাজারে চালের দাম কিছুটা নিয়ন্ত্রণে এলেও বড় পরিসরে প্রভাব ফেলবে না। তবু দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার আমদানি শুরু হওয়ায় বাজারে স্বস্তি ফিরবে বলে তারা আশা করছেন।

