নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করেছেন প্রশাসক এএইচএম কামরুজ্জামান। বাজেটের মোট আকার ৭৭৫ কোটি ৩৩ লাখ ৭৮ হাজার ১৫৮ টাকা। এর মধ্যে রাজস্ব ও উন্নয়ন খাতের জন্য ধরা হয়েছে ৬৭৮ কোটি ৯৩ লাখ ৫৭ হাজার ১৩৮ টাকা ব্যয়। এতে উদ্বৃত্ত থাকবে ৯৬ কোটি ৪০ লাখ ২১ হাজার ১৯ টাকা।
গত বৃহস্পতিবার দুপুরে নগর ভবন অডিটোরিয়ামে বাজেট ঘোষণা করা হয়। এটি সিটি করপোরেশন গঠনের পর ১৪তম বাজেট। প্রশাসক জানান, দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির কারণে বাজেট প্রণয়ে কিছুটা বিলম্ব হয়েছে। তিনি বলেন, “প্রস্তাবিত বাজেট চূড়ান্ত করার আগে এনসিসি কর্তৃপক্ষ একাধিক বৈঠকের পর বাজেটের আকার ও খাতভিত্তিক ব্যয় নির্ধারণ করেছে।”
গত অর্থবছরে (২০২৩-২৪) এনসিসির বাজেট ছিল ৬৯৫ কোটি ৭ লাখ ৫৮ হাজার টাকা। এবার তা প্রায় ১৮০ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন, সচিব মো. নূর কুতুবুল আলম, প্রধান প্রকৌশলী আজিজুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক ও নাগরিক নেতারা। বাজেট ঘোষণার পর মুক্ত আলোচনায় স্থানীয়রা নগরীর যানজট, হকারমুক্ত ফুটপাত এবং নাগরিক সেবা বাড়ানোর দাবি জানান।
উল্লেখ্য, জুলাই ২০২৪-এর অভ্যুত্থানের পর দেশের সব সিটি করপোরেশন বিলুপ্ত হলে ২১ আগস্ট ২০২৪-এ স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এএইচএম কামরুজ্জামানকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়।

