পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেড এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)-এর সঙ্গে ঋণ চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী কোম্পানিটি ৩০ মিলিয়ন ডলার (৩ কোটি ডলার) ঋণ গ্রহণ করবে। এটি বাংলাদেশের কোনো কোম্পানিকে প্রদত্ত প্রথম সাসটেনেবিলিটি-লিংকড ঋণ।
আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। গত ১ অক্টোবর অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে এই ঋণ চুক্তি অনুমোদিত হয়েছিল। কোম্পানি জানায়, ঋণটি মূলত ইয়ার্ন উৎপাদন বৃদ্ধি, কারখানা ছাদে সোলার সিস্টেম স্থাপন এবং ওয়ার্কিং ক্যাপিটাল বৃদ্ধির জন্য ব্যবহার করা হবে। চুক্তি অনুযায়ী ঋণের মেয়াদ ৭ বছর, যার মধ্যে প্রথম ১৮ মাস গ্রেস পিরিয়ড, অর্থাৎ এই সময়কালে ঋণের কিস্তি পরিশোধ করতে হবে না। এরপর ১২টি অর্ধবার্ষিক কিস্তির মাধ্যমে ঋণ পরিশোধ করা হবে।
এডিবির ঋণ ব্যবহারের ফলে কোম্পানির বার্ষিক সূতা উৎপাদন ক্ষমতা ৪,৫৫০ টন বৃদ্ধি পাবে। এছাড়া কারখানার ছাদে বসানো হবে সাড়ে ৩ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ সিস্টেম। ঋণের একটি অংশ স্থানীয় উৎস থেকে নেওয়া ঋণ পরিশোধেও ব্যবহার করা হবে। এনভয় টেক্সটাইলসের পক্ষ থেকে বলা হয়েছে, এ ঋণ কোম্পানির কারখানা আধুনিকীকরণ ও উৎপাদন ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে এবং কোম্পানির মুনাফা বাড়ানোর সম্ভাবনা থাকবে।

