চট্টগ্রামের মিরসরাই ও বাগেরহাটের মোংলায় প্রস্তাবিত ভারতীয় অর্থনৈতিক অঞ্চল (ইকোনমিক জোন বা ইজেড) প্রকল্প বাতিল করে সেখানে বিনিয়োগে নতুন বিনিয়োগকারী খুঁজছে সরকার। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) সূত্রে এই তথ্য জানা গেছে।
বিডা জানিয়েছে, বিগত সরকারের আমলে বেজার অধীনে মিরসরাইয়ে এবং মোংলায় দু’টি ভারতীয় ইজেড স্থাপনের পরিকল্পনা করা হয়। এই লক্ষ্যে ২০১৫ সালে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর আওতায় জিটুজি ভিত্তিতে এই দু’টি ইজেড বাস্তবায়নের কথা ছিল ভারতের লাইন অব ক্রেডিটের (এলওসি) আওতায়।
এই জন্য মিরসরাইয়ে ৯০০ একর এবং মোংলায় ১১০ একর জমি বরাদ্দ দেওয়া হয়। কিন্তু প্রকল্পের ভূমি উন্নয়নের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বানের অনুমতি চেয়ে একাধিকবার ভারতকে চিঠি দিলেও কোনো জবাব দেয়নি ভারতীয় কর্তৃপক্ষ। গত জুনে প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেছে এবং এর জন্য যে লাইন অব ক্রেডিট (এলওসি) তহবিল ছিল, তাও বাতিল করা হয়েছে। মিরসরাইয়ের প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল ৯৬৫ কোটি টাকা, যার মধ্যে ৯১৫ কোটি টাকা ভারতের এলওসি থেকে পাওয়ার কথা ছিল।
বিডার হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নাহিয়ান রহমান রোচি গণমাধ্যমকে জানান, ভারতীয় ইজেড নিয়ে আলোচনা প্রাথমিক পর্যায়ে ছিল। ইজেডের জন্য জমি বরাদ্দ করা হয়েছিল। কিন্তু তারা সাড়া না দেওয়ায় কোনো ঠিকাদারের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়নি। নিয়ম অনুযায়ী প্রকল্প দু’টি বাতিল হয়ে গেছে। নতুন বিনিয়োগকারী পেলে তাদের জমি দেওয়া হবে।
অন্যদিকে বিনিয়োগ সংশ্লিষ্ট সংস্থা বিডা, বেপজা, বেজা, বিএইচটিপিএ, পিপিপিএ এবং বিসিককে একীভূত করার কাজ এগোচ্ছে। আগামী ফেব্রুয়ারির মধ্যেই একীভূত হওয়ার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে বলে জানান রোচি।
বিডা জানিয়েছে, গত আট মাসে দেশি-বিদেশি ১৮৫ কোটি ডলারের বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে। প্রায় ৩ হাজার ৫০০ প্রতিষ্ঠান এসব প্রস্তাব জমা দিয়েছে। বিডা, বেপজা, বেজা, বিএইচটিপিএ এবং বিসিকে এসব প্রস্তাব আসে। বাংলাদেশ ব্যাংকের তথ্য-উপাত্ত অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে বিদেশি বিনিয়োগ বেড়েছে ৬১ দশমিক ৫ শতাংশ।