জাপানের তিন শীর্ষ ব্যাংক যৌথভাবে স্টেবলকয়েন ইস্যুর পরিকল্পনা করছে। লক্ষ্য—নগদনির্ভর জাপানে ডিজিটাল মুদ্রার ব্যবহার বাড়ানো।
কিয়োদো নিউজের বরাতে জানা গেছে, এই ডিজিটাল মুদ্রা ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে ইস্যু করবে এমইউএফজি ব্যাংক, মিজুহো ব্যাংক এবং সুমিতোমো মিৎসুই ব্যাংকিং করপোরেশন (এসএমবিসি)।
সূত্র জানিয়েছে, পরিকল্পনায় অংশ নিচ্ছে মিৎসুবিশি করপোরেশনও। প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটি নিজস্ব লেনদেনে এই নতুন স্টেবলকয়েন ব্যবহার করবে।
জাপানের বেশ কিছু প্রতিষ্ঠান ইতোমধ্যেই স্টেবলকয়েন ইস্যু ও ব্যবস্থাপনা নিয়ে কাজ করছে। এর মধ্যে ফিনটেক স্টার্টআপ প্রোগম্যাটের প্রযুক্তিকে সবচেয়ে কার্যকর হিসেবে বিবেচনা করছে ব্যাংকগুলো। তারা শিগগিরই এ উদ্যোগের সম্ভাব্যতা যাচাই (feasibility study) শুরু করার পরিকল্পনা করেছে।
বিশেষজ্ঞদের মতে, স্টেবলকয়েন এমন এক ধরনের ক্রিপ্টোকারেন্সি, যা বাস্তব সম্পদের সঙ্গে সংযুক্ত থাকে—যেমন ডলার, ইয়েন বা সোনা। ফলে এর মূল্য অন্যান্য ডিজিটাল মুদ্রা যেমন বিটকয়েনের তুলনায় স্থিতিশীল থাকে।
শিল্প সূত্রগুলো বলছে, ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে স্টেবলকয়েন ব্যবহারে আন্তর্জাতিক অর্থ স্থানান্তর আরও নিরাপদ, দ্রুত ও কম খরচে সম্ভব। আন্তর্জাতিক পেমেন্ট নেটওয়ার্ক সুইফটও সম্প্রতি ব্লকচেইন প্ল্যাটফর্ম চালুর ঘোষণা দিয়েছে।
ইউরোপেও অনুরূপ উদ্যোগ দেখা যাচ্ছে। ইউনিক্রেডিট, আইএনজি ও ড্যানস্কে ব্যাংকসহ নয়টি ইউরোপীয় ব্যাংক যৌথভাবে ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে ইউরোভিত্তিক স্টেবলকয়েন চালুর ঘোষণা দিয়েছে। তাদের লক্ষ্য ডলারভিত্তিক বাজারে প্রতিযোগিতা বাড়ানো এবং নিজেদের লেনদেনে টোকেন ব্যবহার করা।
এদিকে এমইউএফজি ব্যাংক জাপানের বাইরে স্টেবলকয়েন কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা করছে। ব্যাংকটি গোল্ডম্যান স্যাকস ও বিএনপি পারিবাসসহ মার্কিন ও ইউরোপীয় শীর্ষ ব্যাংকের সঙ্গে মিলে জি৭ দেশগুলোর মুদ্রাভিত্তিক স্টেবলকয়েন ইস্যুর সম্ভাবনা বিবেচনা করছে।

