নৌপরিবহন মন্ত্রণালয় ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, চট্টগ্রাম বন্দরে আধুনিকায়ন ও বিনিয়োগ আনতে বিদেশি ব্যবস্থাপনার প্রয়োজন।
আজ শনিবার (৮ নভেম্বর) সকালে পাবনার নগরবাড়ি আধুনিক নদীবন্দর উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। ড. সাখাওয়াত হোসেন বলেন, “যেসব মানুষ ব্যক্তিগত স্বার্থে আপত্তি জানান, তারা বলেন আমরা বিদেশিদের চট্টগ্রাম বন্দর দিয়ে দিচ্ছি, কিন্তু কীভাবে দিচ্ছি? গার্মেন্টসসহ বিভিন্ন সেক্টরে বিদেশি কোম্পানি কাজ করছে। বিশ্বের অনেক দেশের বন্দরই বিদেশি ব্যবস্থাপনায় পরিচালিত হয়। এতে তারা আরও বেশি লাভবান হচ্ছেন। আমাদের চট্টগ্রাম বন্দরের আধুনিকায়নে বিদেশি ব্যবস্থাপনা প্রয়োজন। তা ছাড়া কার্যক্রম ও কর্মসংস্থানও বৃদ্ধি পাবে।”
এর আগে, উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ার বেগম। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা। অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিএ-এর উচ্চপদস্থ কর্মকর্তা ও স্থানীয় শীর্ষ ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
বিআইডব্লিউটিএ-এর তথ্যমতে, নগরবাড়ী ঘাট নদীপথে সার, সিমেন্ট, কয়লা ও ভারী পণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ কেন্দ্র। ২০১৮ সালে এই ঘাটকে আধুনিক নৌবন্দরে রূপান্তরের কাজ শুরু হয়। ৩৬ একর জমির ওপর নির্মিত বন্দরে রয়েছে ৩৬০ মিটার কংক্রিট জেটি, টার্মিনাল, ওয়্যারহাউজ, গোডাউন, বাফার গোডাউন, ওপেন শেড এবং দ্রুত পণ্য লোড-আনলোডের সুবিধা। ক্রেন ও পাকা জেটির ব্যবহারে পণ্য খালাসের গতি ১০ গুণ বেড়েছে। এতে রাজস্ব আয় ও কর্মসংস্থান উভয়ই বৃদ্ধি পাবে।

