বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও খানিকটা বেড়ে ৩১ দশমিক ৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল–আইএমএফের হিসাবের মানদণ্ড বিপিএম–৬ অনুসারে রিজার্ভের পরিমাণ আরও কম—২৬ দশমিক ৩৮ বিলিয়ন ডলার। আজ সোমবার বাংলাদেশ ব্যাংক এসব তথ্য প্রকাশ করেছে।
রিজার্ভের পাশাপাশি রেমিট্যান্স প্রবাহেও ভালো খবর এসেছে। চলতি অর্থবছরের নভেম্বর মাসের ২৩ দিনে প্রবাসী আয় গত বছরের একই সময়ের তুলনায় ৩১.৫ শতাংশ বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব বলছে, এ সময় প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২ হাজার ২৭১ মিলিয়ন ডলার। গত বছর একই সময়ে এ পরিমাণ ছিল ১ হাজার ৭২৬ মিলিয়ন ডলার।
আরও বড় চিত্রটি দেখতে হলে পুরো অর্থবছরের শুরু থেকে রেমিট্যান্স প্রবাহ দেখলেই বোঝা যায় গতি বাড়ছে। ১ জুলাই থেকে ২৩ নভেম্বর পর্যন্ত দেশে এসেছে ১২ হাজার ৪২০ মিলিয়ন ডলার রেমিট্যান্স, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। গত বছর একই সময়ে এসেছে ১০ হাজার ৬৬৪ মিলিয়ন ডলার।
রিজার্ভের চাপ, ডলারের সংকট ও আমদানি ব্যয় বৃদ্ধির মধ্যেও প্রবাসী আয় যে ধারাবাহিকভাবে বাড়ছে—তা অর্থনীতির জন্য স্বস্তির বার্তা দিচ্ছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

