চিত্রনায়িকা শবনম বুবলী সাদা পোশাকে সাঁজা কয়েকটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করেছেন। তিনি কয়েক মাস ধরে গণমাধ্যম হতে অনেকটা অন্তরালে। আপাদত নতুন কোনো ছবির শুটিং নেই পাশঅপাশি নেই বিনোদন অঙ্গনের কোনো অনুষ্ঠানও। কিন্তু হুট করে একটি অনুষ্ঠানে দেখা গেল এক সংগঠন হতে সেরা নায়িকার পুরস্কার গ্রহণ।
ঢাকার একটি ক্লাবের অনুষ্ঠান সেই পোশাকের স্থিরচিত্র পোস্ট করে বুবলী লিখেছেন, ‘আবেগের বাগানে সাদা গোলাপের তোড়া ফোটে বিশুদ্ধ অভিপ্রায়ে।’
দুই দিনের শুটিং বাকি ছিল ‘জংলি’ সিনেমার। ছাত্র–জনতার আন্দোলনের পর সেই দুই দিনের শুটিংয়ে অংশ নিয়েছেন বুবলী। এই ছবিতে বুবলী অভিনয় করেছেন সিয়ামের বিপরীতে। এর আগে তারা জুটি হয়েছিলেন চরকি অরিজিনালস ওয়েব ফিল্ম ‘টান–এ।
ঈদুল আজহায় মুক্তি পায় শবনম বুবলী অভিনীত রিভেঞ্জ ছবিটি। মুক্তির কয়েক দিনের মাথায় মোহাম্মদ ইকবাল পরিচালিত ছবিটি দর্শক আগ্রহ হারায়। এই ছবিতে বুবলী অভিনয় করেন চিত্রনায়ক জিয়াউল রোশানের বিপরীতে।
নতুন ছবি নিয়ে ব্যস্ত হবেন তিনি। এবছরের এপ্রিলে ‘জংলি’সিনেমার শুটিং করেন তিনি।, ঈদুল আজহায় ছবিটি মুক্তি দেওয়া হবে। কিন্তু শেষ পর্যন্ত শুটিং শেষ করতে না পারায় ছবিটির মুক্তির সিদ্ধান্ত থেকে সরে আসে প্রযোজনা প্রতিষ্ঠান এমনটাই জানায়, শুটিং সময়ে পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান।
গুঞ্জন উঠেছে, শবনম বুবলীকে শিগগিরই আফরান নিশোর সঙ্গে নতুন চলচ্চিত্রে যাবে তাকে। প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই থেকে ছবিটি তৈরি হবে। আনুষ্ঠানিক ভাবে ঘোষণা দিতে পারে যেকোনো সময়ে।