উর্বশী নিজেই সামাজিক মাধ্যমে মায়ের একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যায়, অসুস্থ মায়ের পাশে বসে আছেন তিনি। মায়ের হাতে জাতীয় পতাকা- যা প্রজাতন্ত্র দিবস উদযাপনকে ঘিরে তোলা। ছবির ক্যাপশনে উর্বশী লিখেছেন, ‘দয়া করে আমার মায়ের জন্য প্রার্থনা করুন।’ তার এই পোস্টে ভক্তরা শুভকামনা জানিয়ে মন্তব্য করেছেন।
অন্যদিকে, সাইফ আলি খানের ওপর হামলা নিয়ে এক প্রশ্নের উত্তরে উর্বশীর বক্তব্য ঘিরেও শুরু হয়েছে আলোচনা। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘হামলার ঘটনাটি গভীর রাতে ঘটেছিল, কিন্তু সকালেই এ বিষয়ে আমাকে প্রশ্ন করা হয়। তখন পুরো বিষয়টি বুঝে ওঠার আগেই উত্তর দিতে হয়েছিল। আমি স্বীকার করি, আমাকে আরও সতর্ক হয়ে উত্তর দেওয়া উচিত ছিল।’
তিনি আরও জানান, ওই সাক্ষাৎকার মূলত তার নতুন ছবি ‘ডাকু মহারাজ’ নিয়ে আয়োজিত ছিল। তবুও বিভিন্ন প্রসঙ্গ ঘিরে প্রশ্ন করা হলে তিনি কিছু কথা বলার আগে ভেবেচিন্তে উত্তর দিতে পারেননি।
‘ডাকু মহারাজ’ নিয়ে বিতর্ক ছবির একটি গান ‘দাবিডি দিবিডি’ ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে একাংশের দাবি, গানটি অশালীন এবং অভিনেতার সঙ্গে বয়সের ফারাক নিয়ে উর্বশীকে কটাক্ষ করেছেন নেটিজেনরা। এ নিয়ে প্রতিক্রিয়া না দেখিয়ে নিজের কাজেই মনোযোগী থাকতে চান উর্বশী।
এ ছাড়া সম্প্রতি ক্রিকেটার ঋষভ পান্তের সঙ্গে প্রেমের গুঞ্জন এবং বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানান, ‘এ মুহূর্তে বিয়ের কোনো পরিকল্পনা নেই। আগামী আড়াই বছর বিয়ে করতে পারব না। কারণ আমার ‘কাটনি যোগ’ চলছে।’
উর্বশী বারবার বিতর্কে জড়ালেও নিজের মতো থাকতে ভালোবাসেন। কাজ এবং পরিবার- এই দুই নিয়েই আপাতত তার যত ব্যস্ততা।