বাংলা বছরের শেষ ঋতু বসন্তকে বরণ করে নেওয়ার আনন্দে মেতে উঠেছেন সবাই। ফাল্গুনের রঙে রঙিন হতে ভুল করেননি শোবিজ তারকারাও। এবার বসন্তের প্রথম দিন এই ঋতুকে বিশেষভাবে উদযাপন করলেন জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী রুনা খান।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ১০টি ছবি শেয়ার করেছেন রুনা খান, যেখানে তাকে দেখা গেছে উজ্জ্বল হলুদ রঙের বাসন্তী শাড়িতে। বসন্তের আবহে নিজেকে মেলে ধরেছেন তিনি এবং সেই সঙ্গে অনুরাগীদের জন্য ছেড়েছেন একটি বিশেষ বার্তাও।
ফাল্গুনের প্রথম দিন নিজেকে অলকানন্দা রূপে তুলে ধরেন এই অভিনেত্রী। একগুচ্ছ ছবিতে যেন বাগানের হলুদ ফুলের মতোই উজ্জ্বল হয়ে উঠেছেন তিনি। রুনার এমন মুগ্ধতা ছড়ানো রূপে অনুরাগীরাও প্রশংসায় ভাসিয়েছেন।
সেই পোস্টে রুনা খান লেখেন, ‘একদা গহীন অরণ্যে ফুটিয়াছিলো অলকানন্দা, আজ বসন্ত..!’ তার এই বার্তায় বসন্তের আনন্দ ভাগ করে নেওয়ার আহ্বান স্পষ্ট। অনুরাগীরাও তাকে শুভেচ্ছা জানাতে ভোলেননি।
একজন অনুরাগী মন্তব্য করেন, ‘এতো সুন্দর হলুদ পরী এই বসন্তে আর কোথাও দেখি নাই! মাশাআল্লাহ, এমন সুন্দর থাকুন সবসময়।’ উত্তরে রুনা খান হলুদের প্রতীকী ভালোবাসা জানিয়ে তার মন্তব্যের জবাব দেন। এমনকি পোস্টে থাকা বেশিরভাগ মন্তব্যের উত্তর দিয়েছেন অভিনেত্রী।
‘ছিটকিনি’, ‘হালদা’, ‘গহীন বালুচর’-এর মতো সিনেমা কিংবা ‘কষ্টনীড়’, ‘অসময়’-এর মতো ওটিটি প্ল্যাটফর্মের কাজের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন রুনা খান।
তবে কাজের বাইরেও নানা বিষয়ে আলোচনায় থাকেন তিনি। বিশেষ করে সামাজিক মাধ্যমে তার স্টাইল স্টেটমেন্ট নিয়ে প্রায়শই চর্চা হয়।
সম্প্রতি, ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (ডিআইএফএফ) রুনা খানের নতুন পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘নীলপদ্ম’ প্রিমিয়ার হয়েছে। এতে তিনি অভিনয় করেছেন এক যৌনকর্মীর চরিত্রে, যা ইতোমধ্যেই চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে।