কলম্বিয়ান সংগীত তারকা শাকিরা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তীব্র পেট ব্যথার কারণে শনিবার রাতে তাকে ইমারজেন্সি বিভাগে নেওয়া হয়। অসুস্থতার কারণে পেরুতে অনুষ্ঠিতব্য তার কনসার্ট স্থগিত করা হয়েছে।
শাকিরা নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানিয়েছেন। এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘গত রাতে তীব্র পেট ব্যথার কারণে আমাকে জরুরি বিভাগে যেতে হয়। বর্তমানে আমি হাসপাতালে চিকিৎসাধীন।’
চিকিৎসকরা তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন, ফলে তিনি মঞ্চে পারফর্ম করার মতো শারীরিক অবস্থায় নেই। কনসার্ট বাতিল করায় ভক্তদের প্রতি দুঃখপ্রকাশ করে শাকিরা জানান, নতুন তারিখ নির্ধারণে তার টিম কাজ করছে।
এদিকে, সুস্থতার বিষয়ে আশাবাদী এই শিল্পী। তিনি আশা করছেন, ১৭ ফেব্রুয়ারির মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পাবেন এবং শিগগিরই মঞ্চে ফিরবেন। সবকিছু ঠিক থাকলে নতুন সময়সূচি অনুযায়ী তিনি পেরুতে পারফর্ম করবেন এবং তারপর কলম্বিয়ায় তার পরবর্তী কনসার্টে অংশ নেবেন।