অভিনেতা ও নির্মাতা জিয়াউল হক পলাশ এবার এক ভিন্ন রূপে হাজির হচ্ছেন। জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর কাবিলা চরিত্রের বাইরে এবার দেখা যাবে তাকে এক বোহেমিয়ান বক্সারের ভূমিকায়। আসন্ন ঈদে মুক্তি পেতে যাওয়া নাটক ‘খালিদ’-এর পোস্টার প্রকাশের পরই নতুন এই রূপে পলাশের উপস্থিতি নজর কেড়েছে দর্শকদের।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু পরিচালিত ‘খালিদ’-এ দেখা যাবে একটি নতুন ধরনের ফাইটিং স্টাইল। নির্মাতা জানিয়েছেন, এতে থাকবে হ্যান্ড-টু-হ্যান্ড কমব্যাট, পিঠ ফাইটিং এবং বক্সিং। যা বাংলাদেশের ফিকশন নাটকের ক্ষেত্রে একেবারেই নতুন সংযোজন।
পোস্টারে পলাশের ঘাম ঝরানো শরীর ও দৃঢ় দৃষ্টির এক লুক শেয়ার করেছেন নির্মাতা অংশু ও অভিনেতা নিজেই। এটি শেয়ার করার পর থেকেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। নতুন এই চরিত্র প্রসঙ্গে পলাশ বলেন, এটি একজন বোহেমিয়ান বক্সারের গল্প, যিনি জীবনের জটিলতার মধ্যে আটকে যান। গল্পটি সম্পূর্ণ কাল্পনিক- তবে উপস্থাপনার ধরন একেবারেই ব্যতিক্রম। আমি সবসময় ব্যতিক্রমী চরিত্র করতে চাই, আর ‘খালিদ’ তেমনই একটি কাজ।
‘খালিদ’-এ পলাশের পাশাপাশি আরও অভিনয় করেছেন আরফান মৃধা শিবলু, তানিয়া আহমেদ, সাফা কবির ও শতাব্দী ওয়াদুদ প্রমুখ। নাটকটি ইউটিউব প্ল্যাটফর্ম ‘ক্লাব ইলেভেন’-এ আসন্ন ঈদে মুক্তি পাবে।