পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির এবার বলিউডে অভিষেক করতে চলেছেন। চলতি বছরেই তিনি বলিউড সিনেমায় পা রাখবেন বলে জানা গেছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি দিলজিৎ সিং এবং হানিয়া আমির সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, হানিয়া কালো ট্রাউজার, হুডি, লাল রঙের জ্যাকেট এবং লাল-সাদা টুপি পরিহিত অবস্থায় ছিলেন। অন্য একটি ছবিতে তিনি একটি শান্ত পরিবেশে, নির্জন হ্রদের পাড়ে দাঁড়িয়ে রয়েছেন, যেটি বনভূমি দ্বারা পরিবেষ্টিত।
হানিয়া ছবিগুলি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, এটি চিরকাল কি?। ছবিগুলির মাধ্যমে অনেকেই অনুমান করছেন, লন্ডনে কোনো মিউজিক অ্যালবামের শ্যুটিং চলছিল। আবার কেউ মনে করছেন এটি ‘সর্দার জি থ্রি’ সিনেমার শ্যুটিং হতে পারে।

উল্লেখ্য সর্দার জি সিরিজের প্রথম পর্ব ২০১৫ সালে এবং দ্বিতীয় পর্ব ২০১৬ সালে মুক্তি পেয়েছিল। তৃতীয় পর্বটি ২০২৫ সালের ২৭ জুন মুক্তি পাওয়ার কথা। দিলজিৎ সিং প্রথম এবং তৃতীয় পর্বে অভিনয় করবেন- তবে দ্বিতীয় পর্বে তার উপস্থিতি ছিল না।
প্রসঙ্গত কিছুদিন আগে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া লন্ডনে দিলজিৎ সিংয়ের কনসার্টে উপস্থিত ছিলেন এবং কনসার্টের মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, অসাধারণ একটি রাত ছিল। অনেক ভালোবাসা ও শ্রদ্ধা। একটাই তো আমার মন, কতবার চুরি করবেন আপনি?
এদিকে দিলজিৎ বর্তমানে ‘বর্ডার টু’ সিনেমার শ্যুটিং নিয়ে ব্যস্ত আছেন, যেখানে তার সঙ্গে অভিনয় করবেন বরুণ ধাওয়ান, সানি দেওল এবং অহন শেট্টি- এর পাশাপাশি নো এন্ট্রি ২ সিনেমাতেও তার অভিনয় করার কথা রয়েছে।