বিশ্বখ্যাত সঙ্গীত পরিচালক এআর রহমান বুকে ব্যথা অনুভব করার পর চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ (১৬ মার্চ) সকালে তাকে জরুরি বিভাগে ভর্তি করা হয় এবং সেখানে চিকিৎসা চলছে বলে জানা যায়। সূত্র: আনন্দবাজার
এআর রহমানকে গ্রিমস রোডের একটি হাসপাতালে সকাল সাড়ে ৭টার দিকে ভর্তি করা হয়। চিকিৎসকদের একটি দল প্রাথমিক পরীক্ষার পর রহমানের অ্যাঞ্জিয়োগ্রাফি করার সিদ্ধান্ত নিয়েছে। আপাতত তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। জানা গেছে, সম্প্রতি ঘাড়ে ব্যথার কারণে বিদেশ থেকে ফিরে চিকিৎসকের পরামর্শ নিতে হাসপাতালে গিয়েছিলেন তিনি।
এআর রহমানের ব্যক্তিগত জীবনও গত কিছুদিন ধরে আলোচনায় ছিল। গত বছর- ২৯ বছরের দাম্পত্য জীবনের পর সুরকারের বিবাহবিচ্ছেদের খবর সামনে আসে। তার প্রাক্তন স্ত্রী সায়রা বানু এক সপ্তাহ আগে অসুস্থ হয়ে পড়েছিলেন এবং একই সময়ে রহমানও শারীরিকভাবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। বিচ্ছেদের পর রহমান তার ফেসবুক পোস্টে ৩০ বছরের দাম্পত্য জীবন কাটানোর কথা তুলে ধরে মন খারাপ করেছিলেন।