‘ওয়ার টু’ সিনেমার গানের মহড়ায় নাচতে গিয়ে চোট পেয়েছেন বলিউড তারকা হৃতিক রোশন। যশরাজ ফিল্মসের প্রযোজনায় নির্মাণাধীন এই অ্যাকশন থ্রিলার সিনেমায় তাঁর সঙ্গে অভিনয় করছেন দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর।
এক প্রতিবেদনে দেখা যায়, সম্প্রতি একটি গানের দৃশ্যের মহড়ার সময় হৃতিকের পায়ে আঘাত লাগে। চিকিৎসকদের পরামর্শে চার সপ্তাহের বিশ্রামে রয়েছেন তিনি। চিকিৎসকেরা জানিয়েছেন, বিশ্রাম না নিলে চোট গুরুতর আকার ধারণ করতে পারে। ফলে আপাতত শুটিং স্থগিত করা হয়েছে মে মাস পর্যন্ত।
সিনেমার মূল দৃশ্যধারণ ইতিমধ্যেই শেষ হয়েছে। কেবল গানের কিছু অংশের শুটিং বাকি। তাই মুক্তির সময়সূচি আপাতত বদলাচ্ছে না বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস। সিনেমার পোস্ট প্রোডাকশন কাজ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে।
‘ওয়ার টু’ মুক্তির সম্ভাব্য তারিখ ১৪ আগস্ট। এটি আদিত্য চোপড়া পরিচালিত স্পাই ইউনিভার্স সিরিজের অংশ এবং পরিচালনায় রয়েছেন অয়ন মুখোপাধ্যায়। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘ওয়ার’ সিনেমার সিকুয়েল এটি। সিকুয়েলে আবারও হৃতিককে দেখা যাবে এজেন্ট মেজর কবির ধালিওয়ালের চরিত্রে।
ছবিতে হৃতিক ও এনটিআরের গানের দৃশ্যে থাকছে নাচের দারুণ সব আয়োজন, যা নির্মাতারা দর্শকদের সামনে আনতে মুখিয়ে আছেন। তবে হৃতিকের চোট সিনেমার প্রচারণা কার্যক্রমে কতটা প্রভাব ফেলবে, তা সময়ই বলে দেবে।