বলিউডের কিং খান শাহরুখ খানকে শেষবার দেখা গিয়েছিল রাজকুমার হিরানির আলোচিত সিনেমা ডাঙ্কি-তে। এরপর থেকেই নতুন কোনো ছবিতে তাকে দেখা যায়নি। তবে এবার ফের বড় পর্দায় ফিরছেন তিনি, তাও ভিন্ন এক রূপে-খলনায়কের চরিত্রে।
ভারতীয় গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে জানা গেছে, শাহরুখ খান সম্ভাব্যভাবে কাজ করতে যাচ্ছেন পুষ্পা সিরিজের পরিচালক সুকুমারের সঙ্গে। যদি আলোচনা চূড়ান্ত হয়, তাহলে এই নতুন প্রজেক্টে শাহরুখকে দেখা যাবে একজন ‘অ্যান্টি-হিরো’ বা খলনায়কের ভূমিকায়।
গল্পের প্রেক্ষাপট থাকবে গ্রামীণ রাজনীতি ও সামাজিক বৈষম্য ঘিরে। জাতপাত, শ্রেণি নিপীড়নের মতো গুরুতর বিষয়গুলোকে উপজীব্য করে গড়ে উঠবে গল্পের কাহিনি। একদিকে থাকবে বাণিজ্যিক উপাদান, অন্যদিকে সামাজিক প্রাসঙ্গিকতা- এই দুইয়ের মিশেলে শাহরুখকে দেখা যেতে পারে একেবারে নতুন রূপে।
সিনেমাটি হবে রাজনৈতিক অ্যাকশন ড্রামা ধাঁচের, যেখানে কিং খানকে দেখা যাবে একদম দেশি লুকে। একাধিক সূত্র বলছে, ছবিটির নাম এবং শুটিং শিডিউল এখনো চূড়ান্ত না হলেও প্রস্তুতি চলছে পুরোদমে।
উল্লেখযোগ্য বিষয় হলো, ক্যারিয়ারের শুরুর দিকে শাহরুখ খানের অ্যান্টি-হিরো চরিত্রই তাকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছিল। ডর, বাজিগর কিংবা অনজাম-এ তার নেতিবাচক চরিত্রগুলো দর্শকের মাঝে তুমুল সাড়া ফেলেছিল। এরপর পাঠান ও জাওয়ান-এও তার অ্যাকশন হিরো রূপ পেয়েছে প্রশংসা।
এদিকে শাহরুখ খান বর্তমানে মেয়ে সুহানা খানের সঙ্গে ‘কিং’ নামের একটি সিনেমায় অভিনয় করছেন, যেখানে আছেন অভিষেক বচ্চনও। তবে নতুন এই প্রজেক্ট যদি চূড়ান্ত হয়, তাহলে শাহরুখ ভক্তদের জন্য এটি হবে আরেকটি চমক।