টলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান এবার বলিউডের মিউজিক দুনিয়ায় পা রাখলেন। যীশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তীর পর তিনিও নাম লেখালেন হিন্দি বিনোদনজগতে- তবে কোনো চলচ্চিত্র নয়, নুসরাতকে প্রথমবারের মতো দেখা যাবে একটি হিন্দি মিউজিক ভিডিওতে।
‘টিপস মিউজিক’-এর ব্যানারে নির্মিত এই মিউজিক ভিডিওটি প্রযোজনা করেছেন কুমার তুরানি। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়ক পাপন। শিরোনাম ‘হাত পে লেহেরায়ে কঙ্গন তেরা’। ভিডিওটির পরিচালনায় রয়েছেন স্নেহা শেঠি কোহলি।
গানটিতে হিন্দি গানের সঙ্গে থাকছে বাংলা ফোক ধাঁচের নারীকণ্ঠের ফিউশন- ‘কমলা নিত্য করে থমকিয়া থমকিয়া’- যা গানটিকে দিয়েছে ভিন্নমাত্রা।
সম্প্রতি উত্তর কলকাতার ঐতিহ্যবাহী লাহা বাড়িতে শেষ হয়েছে এই মিউজিক ভিডিওর শুটিং। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের মাঝেও দুর্গাপূজার আবহ তৈরি করে সেখানে দৃশ্যায়ন করা হয় গানের বিভিন্ন অংশ। শাড়ি ও গয়নায় বাঙালি রূপে ক্যামেরার সামনে হাজির হন নুসরাত। তার এ দেশি লুক ইতিমধ্যেই ইউনিটের নজর কেড়েছে বলে জানা গেছে।
নুসরাত ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন গানটির আনুষ্ঠানিক প্রকাশের জন্য। ভিডিওটি প্রকাশ্যে এলেই সামাজিক মাধ্যমে আলোড়ন তুলবে বলেই ধারণা সংশ্লিষ্টদের।