অভিনয়ের চেয়ে ব্যক্তিজীবনের নানা মন্তব্য ও বিতর্কে বেশি আলোচনায় থাকেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। এবার এক সাক্ষাৎকারে প্রযোজকদের সঙ্গে নায়িকাদের প্রেম নিয়ে মন্তব্য করে ফের খবরের শিরোনামে তিনি।
সাক্ষাৎকারে নিজের আসন্ন সিনেমা ও ক্যারিয়ার প্রসঙ্গে কথা বলতে গিয়ে মিষ্টি জানান, প্রযোজকদের প্রেমে আগ্রহ থাকলে আগে তাকে চুক্তিবদ্ধ করতে হবে। কারণ, অতীত অভিজ্ঞতায় দেখা গেছে- সাইনিংয়ের পরও তাকে বাদ দিয়ে অন্য নায়িকাকে নেওয়া হয়েছে।
তার ভাষায়, বিগ বাজেটের দুটি ছবি নিয়ে কথা হচ্ছে, একটি এরই মধ্যে সাইনিং হয়েছে। আমি প্রযোজককে বলেছি, যদি কোনো নায়িকার সঙ্গে প্রেম করতে চান, তাহলে আগে আমাকে সাইনিং করান।
তিনি আরো বলেন, আমি যতবার দেশের বাইরে গেছি, ফিরে এসে দেখি ছবির নায়িকা বদলে গেছে। আমার নাম থাকলেও সাথে আরেকজন নায়িকা এসে হাজির। অভিজ্ঞতা বলছে, যেসব ছবি বড় বাজেটের, সেখানে দেখা যায় সেই নায়িকারা প্রযোজকের সঙ্গে প্রেম শুরু করে দেয়। তখন আমার জায়গাটা হারিয়ে যায়।
২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পথচলা শুরু করেন মিষ্টি জান্নাত। একাধিক সিনেমায় কাজ করলেও আলোচনায় থাকেন মূলত ব্যক্তিজীবনের নানা ঘটনায়। নায়িকা পরিচয়ের পাশাপাশি তিনি একজন চিকিৎসকও।
গত বছর তার ও চিত্রনায়ক শাকিব খানের বিয়ের গুঞ্জন ঘিরে ব্যাপক আলোচনা তৈরি হয়। পরে সংবাদ সম্মেলনে নিজেই বিষয়টি অস্বীকার করে পরিস্থিতি স্বাভাবিক করেন তিনি।
প্রায়শই সোজাসাপ্টা বক্তব্যে আলোচনায় আসা এই অভিনেত্রী ফের জানিয়ে দিলেন, সিনেমা হোক বা সম্পর্ক- নিজের অবস্থান নিশ্চিত করেই এগোতে চান তিনি।