দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে হত্যার হুমকি পাচ্ছেন ভারতের তরুণ ইনফ্লুয়েন্সার অ্যাঞ্জেল রাই। এমনকি তাঁকে জীবন্ত পুড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। নিরাপত্তাহীনতায় ভুগতে থাকায় পুলিশে অভিযোগ করেছেন এই জনপ্রিয় ইনফ্লুয়েন্সার।
গোরেগাঁও ওয়েস্ট এলাকার বাসিন্দা অ্যাঞ্জেল রাই জানান, ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত বিভিন্ন অপরিচিত ব্যক্তি তাঁকে লাগাতার প্রাণনাশের হুমকি প্রদান করে আসছে। এমনকি তিনি ওই হুমকিদাতাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ব্লক করলেও তা থেকে রেহাই পাননি। গত ১৬ মার্চ, এক ই-মেইল মারফত তাঁকে আবারও জীবন্ত জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়, যা তাঁকে ভীতসন্ত্রস্ত করেছে।
অ্যাঞ্জেল রাই এই ঘটনায় বাঙ্গুর নগর থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, তারা ঘটনার তদন্ত করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অ্যাঞ্জেল রাই বর্তমানে ২৫ লাখ অনুসারীর একজন প্রভাবশালী ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত। তিনি সম্প্রতি ‘ঘোটালা’ নামক একটি ওয়েব সিরিজে কাজ করেছেন, যার ট্রেলার মুক্তির পর থেকে তিনি আরও বেশি করে হুমকির শিকার হচ্ছেন।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অভিযোগের ভিত্তিতে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।