টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী অপি করিম অভিনয়ে এখন অনিয়মিত হলেও বিশেষ দিনগুলোর নাটক ও অনুষ্ঠানে উপস্থিত হয়ে দর্শকদের চমক দেন। তবে ব্যক্তিগত জীবনে তিনি বেশ সাদামাটা জীবনযাপন পছন্দ করেন এবং মোবাইল ফোন খুবই কম ব্যবহার করেন।
সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন অপি করিম। তিনি লেখেন, ‘আমার জীবনযাপন নিয়ে আমি বেশ আরামে আছি। বন্ধু সংখ্যা কম, হট্টগোল পছন্দ করি না। পরিবার, কাজ, বই পড়া, ছবি আঁকা, গাছের যত্ন—এসব নিয়েই সময় কাটে। ভাইবোন ও আত্মীয়স্বজন দূরে থাকায় ফোন প্রয়োজনীয় হলেও, এটি খুব কম ব্যবহার করি।’
তিনি জানান, মোবাইল ফোন সাধারণত ব্যাগেই পড়ে থাকে কিংবা বাসায় রেখেই বাইরে চলে যান। এমনকি তিনি মোবাইলে তেমন ছবি তোলেন না, সেলফির অভ্যাসও নেই। সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি প্রায় অনুপস্থিত। ভিডিও কনটেন্ট দেখা থেকে বিরত থাকেন এবং জ্যামে বসে চোখ বন্ধ করে ইউটিউবে গল্প শোনার অভ্যাস করেছেন। এতে করে অনেকটা সময় বেঁচে যায়, যা তাকে মানসিক শান্তি দেয়।
তবে সামাজিক মাধ্যমে তার নামে ভুয়া অ্যাকাউন্ট ও পেজ খুলে বিভ্রান্তি ছড়ানোর বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। তার দাবি, এসব অ্যাকাউন্ট থেকে তার নামে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যা তার ব্যক্তিত্বের সঙ্গে যায় না। অপি লেখেন, ‘আমার হয়ে যারা লিখছেন, তারা বুঝতে হবে আমি এভাবে কথা বলি না, লিখিও না। আমার কাছের মানুষ ও ভক্তরা সহজেই এটা বুঝতে পারেন।’
ভুয়া অ্যাকাউন্ট ও পেজগুলোর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, ‘যারা অন্যের নামে কিছু লেখার সাহস পান, তারা নিজের নামেই লিখুন। এতে কৃতিত্বও আপনার প্রাপ্য হবে।’
এ বিষয়ে এক সংবাদমাধ্যমকে দেওয়া বক্তব্যে অপি করিম বলেন, ‘বহু বছর ধরে আমার নামে ভুয়া আইডি খুলে অপপ্রচার চালানো হচ্ছে। কারা এসব করছে, জানি না। কিন্তু এতে আমি চরম বিরক্ত।’
ভুয়া ফেসবুক পেজগুলোর বেশিরভাগেই লাখের বেশি অনুসারী রয়েছে এবং নিয়মিত নানা ধরনের পোস্ট দেওয়া হচ্ছে। আগেও এসব অ্যাকাউন্ট থেকে তার পারিবারিক ছবি শেয়ার করা হয়েছিল, যা তাকে বেশ উদ্বিগ্ন করেছে। অপি করিম তার ভক্তদের উদ্দেশে অনুরোধ করেছেন, যেন তারা যাচাই না করে এসব ভুয়া পেজের তথ্য বিশ্বাস না করেন।