‘হেরা ফেরি থ্রি’ বলিউডের সবচেয়ে প্রতীক্ষিত কমেডি সিক্যুয়েল। কিছুদিন আগেই গুঞ্জন উঠেছিল, সিনেমার অন্যতম প্রাণ ‘বাবু ভাইয়া’ চরিত্রে পরেশ রাওয়াল থাকছেন না! ভক্তরা সেই খবরে হতাশ, এমনকি ক্ষুব্ধও হয়েছিলেন। কারণ, ‘হেরা ফেরি’ মানেই অক্ষয় কুমার, সুনীল শেঠি আর পরেশ রাওয়ালের জাদুকরী ত্রয়ী। কিন্তু অবশেষে ভক্তদের মনে আশার আলো ফেরালেন স্বয়ং পরেশ রাওয়াল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পরেশ রাওয়াল স্পষ্ট করে বলেন, “না, এখন আর কোনো সমস্যা নেই। সব জটিলতা মিটে গেছে। এমন একটি জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিতে আমাদের বাড়তি সতর্ক থাকতে হয়। কারণ দর্শকের ভালোবাসার প্রতিদান দিতে আমাদের দায়িত্ববোধ থাকা উচিত।”
তিনি আরও জানান, “আগেও ছবিতে থাকার কথা ছিল, এখনও আছি। আমরা সবাই সৃজনশীল মানুষ। প্রিয়দর্শন, অক্ষয়, সুনীল—সবাই বহুদিনের বন্ধু। একটু সমন্বয়ের দরকার ছিল, সেটাও হয়ে গেছে।”
পরেশের এই বক্তব্য ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় দেখা যায় দারুণ উচ্ছ্বাস। এক ভক্ত লেখেন, “আজকের সেরা খবর! হেরা ফেরি ৩ আসছে, আর বাবু ভাইয়াও ফিরছেন। অক্ষয়, সুনীল আর পরেশ রাওয়ালকে একসঙ্গে দেখার অপেক্ষা আর সহ্য হচ্ছে না।”
অভিনেত্রী সোনাক্ষী সিনহাও নিজের অনুভূতি লুকিয়ে রাখেননি। তিনি স্পষ্ট বলেন, “পরেশ রাওয়ালকে ছাড়া হেরা ফেরি ৩ কল্পনাই করা যায় না।”
এর আগে পরেশ রাওয়াল যখন সিনেমাটি থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দেন, তখন গুঞ্জন শুরু হয়। জানা যায়, অক্ষয় কুমারের প্রযোজনা প্রতিষ্ঠান ‘কেপ অফ গুড ফিল্মস’ তার বিরুদ্ধে ২৫ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে আইনি নোটিশ পাঠায়। কারণ হিসেবে বলা হয়, চুক্তিভঙ্গ। তবে পরেশ রাওয়াল ১১ লাখ টাকার সাইনিং অ্যামাউন্ট ফেরত দেন ১৫% সুদ-সহ, এমনকি কিছু অতিরিক্ত অর্থও।
সব মিলিয়ে একসময় মনে হচ্ছিল, ‘হেরা ফেরি থ্রি’ হয়তো সেই ম্যাজিক হারাবে। কিন্তু সব ভুলে আবারও এক হচ্ছে পুরোনো দল। ফিরছেন বাবু ভাইয়া, সঙ্গে রাঘু (সুনীল) আর রাজু (অক্ষয়)। এখন শুধু অপেক্ষা—হাসিতে ভরা আরেকটি ক্লাসিক কমেডির জন্য।