বর-কনেসহ একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সিন্ধু নদে পতিত হয়ে অন্তত ১৪ জন প্রাণ হারিয়েছে পাকিস্তানে। নববধূ ও নববরের ভবিষ্যৎ স্বপ্ন পূরণের যাত্রার শেষ পরিণতি হলো পথেই।
আজ বুধবার পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনস সূত্রে জানা যায় যে, এখনও অন্তত ১২ জন নিখোঁজ রয়েছেন, যেখানে ঐ বাসে যাত্রী-সংখ্যায় ছিলো ২৭জন।
গিলগিট-বালতিস্তানের দিয়ামার জেলায় মঙ্গলবার দুপুরে বাসটি একটি ব্রিজের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। বাসে মোট ২৭ যাত্রী ছিলেন। ঘটনাস্থল থেকে ১৩ জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নববধূকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে মৃত্যুবরণ করেন। তবে নিখোঁজ ১২ জনের দুর্ঘটনায় মৃত্যু হতে পারে বলে ধারণা করছে উদ্ধারকারী দল। হিমাঙ্কের নিচে তাপমাত্রা থাকা সত্ত্বেও নিখোঁজদের সন্ধান অব্যাহত রয়েছে বলে দেশটির পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
এক বিবৃতিতে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন, অতিরিক্ত ও দ্রুত গতিতে চালানোর সময় চালক বাসটি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়, পরক্ষণেই ঘটে এমন মর্মান্তিক এই দুর্ঘটনা ।