লেবাননের স্বাস্থ্য ও উদ্ধার কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার দেশটির পূর্বাঞ্চলীয় শহর বালবেকে একটি সিভিল ডিফেন্স সেন্টারে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১২ জন লেবাননি উদ্ধারকর্মী নিহত হয়েছেন।
লেবাননের জরুরি উদ্ধারকর্মীরা বৃহস্পতিবার সন্ধ্যায় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া তাদের সহকর্মীদের খুঁজে বের করার জন্য তল্লাশি চালাচ্ছিলেন বলে ওই সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে। এতে অন্তত তিনজন সিভিল ডিফেন্স সদস্য আহত হন।
ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
স্বাস্থ্য মন্ত্রণালয় একে ‘লেবাননের রাষ্ট্র-পরিচালিত একটি স্বাস্থ্যকেন্দ্রে বর্বরোচিত হামলা’ আখ্যা দিয়ে নিন্দা জানায়। একই সঙ্গে ‘এটি দুই ঘণ্টারও কম সময়ের মধ্যে জরুরি স্বাস্থ্যসেবা কেন্দ্রে ইসরায়েলের দ্বিতীয় হামলা’ বলে উল্লেখ করা হয়েছে।
লেবাননের দক্ষিণাঞ্চলে আরবসালিম গ্রামে হিজবুল্লাহর সঙ্গে সম্পৃক্ত সিভিল ডিফেন্স ও উদ্ধার সংস্থা হেলথ অথরিটি অ্যাসোসিয়েশনকে লক্ষ্য করে ইসরায়েলি হামলা করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এতে চারজন প্যারামেডিকসহ ছয়জন নিহত হয়েছেন।
লেবাননের সিভিল ডিফেন্স বাহিনী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সম্পৃক্ত নয় এবং তারা বিশ্বের অন্যতম যুদ্ধবিধ্বস্ত এ দেশে গুরুত্বপূর্ণ উদ্ধার ও চিকিৎসা সেবা প্রদান করে থাকে। সূত্র: ইউএনবি নিউজ