যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনা আরও তীব্র হচ্ছে। এমন পরিস্থিতিতেই কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সাফ জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি কানাডার ওপর নতুন শুল্ক আরোপ করে, তাহলে তার দেশও কড়া প্রতিক্রিয়া জানাবে।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে বেআইনি মাদকের প্রবাহ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি দাবি করেন, এসব মাদক মেক্সিকো ও কানাডা উভয় দেশ থেকেই আসছে। এর পরই ট্রাম্প ঘোষণা দেন, আগামী ৪ মার্চ থেকে এই দুই দেশের ওপর শুল্ক আরোপ করা হবে।
এর প্রতিক্রিয়ায় ট্রুডো বলেন, “আমরা প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবো। যদি আগামী মঙ্গলবার কানাডার ওপর অযৌক্তিক শুল্ক আরোপ করা হয়। তাহলে কানাডার জনগণও সঙ্গে সঙ্গে শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে।”
তিনি আরও বলেন, “শুল্কের বিষয়ে আমাদের সরকার কানাডার প্রিমিয়ার, ব্যবসায়ী নেতা এবং সম্প্রদায়ের নেতারা একত্রে কাজ করছেন। যাতে কানাডার ওপর এই শুল্ক আরোপ করা না হয়।”
এদিকে, ট্রাম্প যুক্তরাষ্ট্রের চলমান ফেন্টানিল সংকটের জন্য মেক্সিকো ও কানাডাকে দায়ী করেছেন। তিনি বলেছেন, “মেক্সিকো ও কানাডা থেকে বিপুল পরিমাণ মাদক এখনো যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে। যা অত্যন্ত বিপজ্জনক এবং অগ্রহণযোগ্য। এর একটি বড় অংশ ফেন্টানিল, যা চীন তৈরি করে এবং মেক্সিকো ও কানাডার মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবাহিত হয়।”
ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, “গত বছর এই ভয়ানক এবং অত্যন্ত আসক্তিমূলক মাদকের কারণে এক লাখের বেশি মানুষ মারা গেছে।”
এমন উত্তপ্ত পরিস্থিতিতে কানাডা-যুক্তরাষ্ট্র বাণিজ্যিক সম্পর্ক কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়।