গাজায় ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হলেও থামেনি ইসরাইলি আগ্রাসন। যুদ্ধবিরতির পর গত কয়েক সপ্তাহে দখলদার বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৫০ ফিলিস্তিনি। এর মধ্যে শুধু গত দুই সপ্তাহেই নিহত হয়েছেন ৪০ জন। সূত্র:আনাদোলু এজেন্সি
শনিবার (১৬ মার্চ) এক বিবৃতিতে গাজার মিডিয়া অফিস এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে স্থলপথে বেসামরিক জনগণের ওপর ইসরাইলি সেনাদের হামলা বেড়েছে। কাঠ সংগ্রহকারী কিংবা বাড়িঘর রক্ষায় নিযুক্ত সাধারণ মানুষকে গুলি করে হত্যা করা হচ্ছে।
এর আগে উত্তর গাজার বেইত লাহিয়ায় চালানো এক বিমান হামলায় সাংবাদিক ও মানবিক সহায়তাকর্মীসহ নয়জন ফিলিস্তিনি নিহত হন। ওই হামলার পরই ইসরাইলের বিরুদ্ধে নতুন করে ‘গণহত্যার’ অভিযোগ তোলে মিডিয়া অফিস।
মিডিয়া অফিস আরও জানায়, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে সামরিক অভিযান জোরদার করা হচ্ছে। এ অবস্থায় আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ও আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রতি যুদ্ধাপরাধের অভিযোগে জরুরি হস্তক্ষেপের আহ্বান জানানো হয়েছে।
মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হয় ১ মার্চ। তবে দ্বিতীয় ধাপে যেতে অস্বীকৃতি জানায় ইসরাইল। নেতানিয়াহু যুদ্ধবিরতি আলোচনা স্থগিত করে সামরিক ও মানবিক প্রতিশ্রুতি পূরণ না করে বিনিময় প্রক্রিয়ার সময়সীমা দীর্ঘায়িত করার চেষ্টা করছেন বলেও অভিযোগ রয়েছে।
এদিকে, হামাস পুনরায় যুদ্ধবিরতির প্রতি নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। একইসঙ্গে মধ্যস্থতাকারীদের প্রতি ইসরাইলকে আলোচনায় ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে গোষ্ঠীটি।
প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় নিহত হয়েছেন অন্তত ৪৮ হাজার ৫০০ ফিলিস্তিনি। এদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন আরও এক লাখের বেশি মানুষ।