মিয়ানমারে সামরিক অভ্যুত্থানবিরোধী যোদ্ধাদের দখলকৃত একটি গ্রামে জান্তা বাহিনীর বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে।
স্থানীয় প্রশাসনিক কর্মকর্তার তথ্য অনুযায়ী, এটি একটি বেসামরিক এলাকা লক্ষ্য করে চালানো হয়েছে। এ খবর লেতপানহ্লা থেকে এএফপি সংবাদ সংস্থা জানায়।
২০২১ সালে হওয়া সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমার ভয়াবহ গৃহযুদ্ধে প্রবেশ করেছে। বিশ্লেষকরা বলছেন, জান্তা বাহিনী বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলা চালানোর প্রবণতা বাড়িয়ে দিয়েছে।
শুক্রবার বিকেলে মান্দালয় শহর থেকে প্রায় ৬০ কিমি উত্তরে লেতপানহ্লা গ্রামে এই হামলা হয়। এই গ্রামটি পিপলস ডিফেন্স ফোর্সেসের (পিডিএফ) ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে। সেনাবাহিনী চার বছর আগে বেসামরিক সরকারকে উৎখাত করার পর গেরিলাদের অতর্কিত হামলা শুরু হয়।
একজন স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা বলেছেন, ‘জনবহুল এলাকায় বোমা ফেলার ফলে অনেক মানুষ হতাহত হয়েছে। হামলার সময় লোকজন বাজারে যাচ্ছিল।’
তিনি আরও জানান, নিহতদের তালিকা প্রস্তুত করা হচ্ছে, ইতোমধ্যে ১২ জনের নাম নিবন্ধিত হয়েছে।