পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের মাসতুং জেলায় মঙ্গলবার সকালে ভয়াবহ এক সন্ত্রাসী হামলায় পুলিশের একটি গাড়িকে লক্ষ্য করে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় বেলুচিস্তান কনস্টাবুলারির তিন সদস্য নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ১৬ জন। দেশটির সরকারি সূত্র ও সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
বেলুচিস্তান সরকারের মুখপাত্র শহীদ রিন্দ এক বিবৃতিতে জানান, কালাত থেকে পুলিশের একটি গাড়ি মাসতুংয়ের দাস্ত রোড অতিক্রম করছিল, ঠিক সে সময় গাড়িটি লক্ষ্য করে আইইডি বিস্ফোরণ ঘটানো হয়। এতে তিনজন পুলিশ সদস্য নিহত হন এবং আহত হন অনেকেই। শহীদ রিন্দ আরও জানান, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে প্রাথমিকভাবে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হলেও গুরুতর আহতদের দ্রুত কোয়েটা শহরের বড় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
মাসতুংয়ের উপ-পুলিশ সুপার ইউনাস মাগসি জানিয়েছেন, বিস্ফোরণে আহতের সংখ্যা ১৮ জন হতে পারে। ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে ফেলে এবং একটি তদন্ত শুরু করে। শহীদ রিন্দ জানিয়েছেন, এই হামলার ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন চাওয়া হয়েছে এবং হামলার পেছনে জড়িতদের খুঁজে বের করতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
উল্লেখযোগ্য যে, এই হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এমন সন্ত্রাসী হামলার সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে। বিশেষ করে বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশে এসব হামলা বেশি পরিলক্ষিত হচ্ছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, জঙ্গিগোষ্ঠীগুলোর সক্রিয়তা এবং রাজনৈতিক অস্থিরতা এই সহিংসতার অন্যতম কারণ হয়ে উঠেছে।
এ ঘটনার ফলে আবারও পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের সুরক্ষা নিশ্চিতে নতুন করে ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।