ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, ইরান থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া অন্তত ১০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। বুধবার (১৮ জুন) সকালে দুই দফায় এই ড্রোনগুলো ধ্বংস করা হয়।
ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতি অনুযায়ী, সকালে প্রথম দফায় ইরান থেকে ছোড়া তিনটি ড্রোন ভূপাতিত করা হয়। পরবর্তীতে ইসরায়েলের আকাশে প্রবেশ করা আরও সাতটি ড্রোন ধ্বংস করা হয়েছে। আইডিএফ জানায়, “আজ সকালে প্রথম দফায় তিনটি এবং পরে আরও সাতটি ড্রোন ভূপাতিত করা হয়।”
এই ড্রোন হামলার কারণে অধিকৃত গোলান মালভূমিতে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করা হয়।