ইসরায়েলের হাইফা শহরের বাসিন্দাদের উদ্দেশে সরাসরি সতর্কতা জারি করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বার্তায় দ্রুত শহরটি খালি করার অনুরোধ জানানো হয়। খবরটি প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।
বুধবার (১৮ জুন) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারে বলা হয়, “কয়েক মিনিট আগে হাইফায় অবস্থান করা জায়নিস্টদের (ইসরায়েলি) জন্য একটি সতর্কতা জারি করা হয়েছে। এই সতর্কতার উদ্দেশ্য—তাদের ইরানি ক্ষেপণাস্ত্র হামলা থেকে সুরক্ষিত রাখা।”
প্রচারে হাইফা শহরের একটি মানচিত্রও দেখানো হয়। সেখানে হিব্রু ভাষায় লেখা ছিল:
“অনুগ্রহ করে উল্লিখিত এলাকা থেকে অবিলম্বে সরে যান। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী এখানে অভিযান চালাবে।”
এর আগে ইরানের ছোড়া নতুন ক্ষেপণাস্ত্র ইসরায়েলের তেল আবিবে আঘাত হেনেছে বলে দাবি করে দেশটির গণমাধ্যমগুলো। বুধবার সন্ধ্যায় ইসরায়েলি সূত্রের বরাতে এ খবর প্রকাশ করে ইরানি সংবাদমাধ্যম মেহর নিউজ।
এদিকে লেবাননভিত্তিক সংবাদমাধ্যম আল মায়াদিন জানিয়েছে, ইরান ‘অধিকৃত ফিলিস্তিনে’ প্রতিশোধমূলক হামলা শুরু করেছে।
এই সব ঘটনাপ্রবাহ মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার আভাস দিচ্ছে।