সুদানের উত্তরাঞ্চলে একটি স্বর্ণের খনিতে ধসের ঘটনায় অন্তত ১১ জন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭ জন। আল-জাজিরার খবর মতে, স্থানীয় সময় রবিবার এক বিবৃতিতে দেশটির রাষ্ট্রীয় খনিজ সম্পদ কোম্পানি (এসএমআরসি) এই তথ্য জানিয়েছে।
ঘটনাটি ঘটেছে উত্তরপূর্ব সুদানের লোহিত সাগর রাজ্যের আতবারা ও হাইয়া শহরের মধ্যবর্তী হাওয়েদের মরুভূমি অঞ্চলে অবস্থিত ‘কির্শ আল-ফিল’ নামের একটি খনিতে। দুর্ঘটনাস্থলটি সুদানের সরকারি বাহিনী সুদানিজ আমর্ড ফোর্সেস (এসএএফ) এর নিয়ন্ত্রণাধীন এলাকায় অবস্থিত।
এসএমআরসি জানায়, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। সংস্থাটি আগে থেকেই ওই খনিতে কাজ করার বিষয়ে সতর্কতা জারি করেছিল, কারণ সেখানে কাজের পরিবেশ ঝুঁকিপূর্ণ এবং প্রাণহানির আশঙ্কা ছিল।
গৃহযুদ্ধের কারণে দেশটির ভঙ্গুর অর্থনীতি আরও করুণ অবস্থা হয়েছে। এঊ অবস্থার মধ্যেই দেশটির সেনা সমর্থিত সরকার জানিয়েছে, ২০২৪ সালে তারা রেকর্ড পরিমাণ ৬৪ টন স্বর্ণ উত্তোলন করেছে।
আফ্রিকা মহাদেশের তৃতীয় বৃহত্তম দেশ সুদান। দেশটি স্বর্ণ উত্তোলনে আফ্রিকার মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে।
তবে বৃহৎ পরিসরের পরিবর্তে স্বল্প পরিসরে খনি থেকে স্বর্ণ উত্তোলন করা হয়। কারণ দেশটিতে ব্যাপক পরিমাণে নিরাপত্তার ঝুঁকি রয়েছে।
সুদানে খনি ধসে পড়ার ঘটনা প্রায়ই ঘটে। ২০২৩ সালেও এই ধরনের একটি ঘটনা ঘটে। যাতে ১৪ জন নিহত হয়। এছাড়া ২০২১ সালে খনি দুর্ঘটনায় দেশটিতে আরও ৩৮ জন মানুষ নিহত হয়।