ভারতের পুনে শহরের কোন্ধোয়া এলাকার একটি অভিজাত আবাসিক ভবনে ভয়াবহ ধর্ষণের ঘটনা ঘটেছে। ২৫ বছর বয়সী এক তরুণীকে তার বাসায় ঢুকে কুরিয়ার ডেলিভারি বয়ের ছদ্মবেশে ধর্ষণ করেছে এক ব্যক্তি।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ জানিয়েছে, এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকাজুড়ে।
পুলিশের বরাতে প্রতিবেদনে বলা হয়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযুক্ত ব্যক্তি নিজেকে কুরিয়ার ডেলিভারি বয় পরিচয়ে ওই তরুণীর বাসায় যায়। তরুণী জানান, তার নামে কোনো কুরিয়ার আসেনি বললে অভিযুক্ত জোর দিয়ে বলে, একটি ডকুমেন্টে সই করতে হবে। তরুণী দরজা খোলার পরই সে মুখে অজ্ঞানকারী স্প্রে করে এবং পরে তাকে ধর্ষণ করে।
ধর্ষণের পর অভিযুক্ত ওই তরুণীর মোবাইল ফোন দিয়ে নিজের একটি সেলফি তোলে এবং তাতে একটি বার্তা লিখে যায়- ‘আমি আবার আসবো’।
এ ঘটনায় ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। নিরাপত্তাব্যবস্থায় এমন ফাঁকফোকর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।