যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের উপকূলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ৩। এই ভূমিকম্পের পর সুনামির আশঙ্কায় উপকূলজুড়ে সতর্কতা জারি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুর ১২টা ৩৭ মিনিটে কম্পনটি অনুভূত হয়। কেন্দ্রস্থল ছিল স্যান্ড পয়েন্ট শহর থেকে প্রায় ৮৭ কিলোমিটার দক্ষিণে এবং এর গভীরতা ছিল মাত্র ২০.১ কিলোমিটার, যা তুলনামূলকভাবে অগভীর।
ভূমিকম্পের পরপরই আলাস্কার দক্ষিণাঞ্চল ও উপদ্বীপজুড়ে সুনামি সতর্কতা জারি করে জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্র। জানানো হয়, সুনামির উপস্থিতি নিশ্চিত করা গেছে এবং উপকূলীয় এলাকাগুলোতে কিছুটা প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
সতর্কতার আওতায় আনা হয়েছে প্রশান্ত মহাসাগরীয় উপকূলের কেনেডি এন্ট্রান্স থেকে ইউনিম্যাক পাস পর্যন্ত অঞ্চল। যদিও আলাস্কার বাইরের অঞ্চলে তাৎক্ষণিকভাবে কোনো সতর্কতা জারি করা হয়নি।
আলাস্কা প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ অঞ্চলের অংশ হওয়ায় এখানে ভূমিকম্প একটি স্বাভাবিক ঘটনা। এর আগেও এখানে শক্তিশালী কম্পনের ইতিহাস রয়েছে। বিশেষ করে ১৯৬৪ সালের ৯.২ মাত্রার ভূমিকম্পটি উত্তর আমেরিকার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ছিল, যাতে প্রাণ হারান অন্তত ২৫০ জন।
২০২৩ সালের জুলাইয়েও আলাস্কায় ৭.২ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল, তবে তা বড় ধরনের ক্ষতি ডেকে আনেনি। কিন্তু এবার সুনামির শঙ্কায় কর্তৃপক্ষের নজরদারি বাড়ানো হয়েছে এবং উপকূলবাসীকে সতর্ক থাকতে বলা হয়েছে।

