চীনের গুইঝো প্রদেশের পাহাড়ি ও গিরিখাতপূর্ণ দুর্গম এলাকায় নির্মাণ হয়েছে হাজার হাজার বড়-ছোট সেতু। অঞ্চলটি প্রায়শই ‘বিশ্বের সেতু জাদুঘর’ নামে পরিচিত। সম্প্রতি এখানে যুক্ত হয়েছে এক নতুন নিদর্শন—বিশ্বের সর্বোচ্চ সেতু হিসেবে স্বীকৃত হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ।
সেতুটি ডেক থেকে মাটির উচ্চতা ৬২৫ মিটার। এটি বেইপান নদীর গিরিখাতের ওপর অবস্থিত। নির্মাণকাজে ব্যবহার হয়েছে অত্যাধুনিক প্রকৌশল প্রযুক্তি। একই নদীর উপরের পূর্ববর্তী সেতুটি ৫৬৫ মিটার উচ্চতায় বিশ্বের সর্বোচ্চ সেতু হিসেবে বিবেচিত হত। হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজের মোট দৈর্ঘ্য ২ হাজার ৮৯০ মিটার। এর কেন্দ্রীয় স্প্যান ১ হাজার ৪২০ মিটার দীর্ঘ, যা এটিকে পাহাড়ি এলাকায় নির্মিত সবচেয়ে বড় স্প্যানের সেতু হিসেবে স্বীকৃতি দিয়েছে। ২০২২ সালে নির্মাণ কাজ শুরু হলেও মাত্র তিন বছরের মধ্যে সেতুটি সম্পূর্ণভাবে উদ্বোধনের উপযোগী হয়।
নতুন সেতুটি লিউঝি আনলং এক্সপ্রেসওয়ের অংশ। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এটি প্রদেশের দুর্গম অঞ্চলের সঙ্গে যোগাযোগে যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছে। সেতুটি চালু হওয়ার আগে অঞ্চলটি পার হতে ঘুরপথে ২ ঘণ্টা সময় লাগত। এখন যান চলাচল মাত্র ২ মিনিটে সম্পন্ন হচ্ছে।
শুধু পরিবহন নয়, হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ান ব্রিজকে পর্যটনকেন্দ্র হিসেবেও গড়ে তোলা হচ্ছে। এখানে থাকছে ২০৭ মিটার উঁচু ভিউয়িং অ্যালিভেটর, আকাশছোঁয়া ক্যাফে ও দর্শনীয় প্লাটফর্ম। পর্যটকরা এখান থেকে গিরিখাতের রোমাঞ্চকর দৃশ্য উপভোগ করতে পারবেন।