মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যদি তাকে নোবেল শান্তি পুরস্কার না দেওয়া হয় তা হবে যুক্তরাষ্ট্রের বড় এক অপমান। একই সঙ্গে তিনি অভিবাসন ও অপরাধকে দেশের ভেতরের একটি যুদ্ধ বলেই অভিহিত করে প্রয়োজন হলে সেখানেও সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন।
এই কথা তিনি মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে শীর্ষ সামরিক কর্মকর্তাদের এক বৈঠকে বলেছিলেন—টিআরটি ওয়ার্ল্ড ওই প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ট্রাম্প বৈঠকে প্রশ্ন করে বলেন, “আমি নোবেল পাব? নিশ্চয়ই না। তারা এমন কাউকে পুরস্কার দেবে, যে কিছুই করেনি। এটা আমাদের দেশের জন্য বড় অপমান।”
তিনি আরো বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্র অভ্যন্তরীণভাবে এক ধরনের যুদ্ধের মুখোমুখি—এর মূল কারণ তিনি দেখেছেন অপরাধ ও অবৈধ অভিবাসন।
প্রেসিডেন্ট ট্রাম্প জানান, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের আহ্বানে উপস্থিত বিশ্বের গুরুত্বপূর্ণ জেনারেল ও অ্যাডমিরালদের উদ্দেশে তিনি বলেছেন, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা জোরদার করতে ডেমোক্র্যাট শাসিত কিছু শহরে সামরিক বাহিনী ব্যবহার করা হবে।
তিনি বলেন, “আমরা এক এক করে এসব ঠিক করে নেব। এ কাজের একটি বড় অংশে আপনাদের ভূমিকা থাকবে। এটি একটি অভ্যন্তরীণ যুদ্ধ।”
ট্রাম্প আরো জানান, তিনি ইতোমধ্যেই সৈন্যদের জন্য একটি বিশেষ ‘দ্রুত প্রতিক্রিয়া বাহিনী’ গঠনের নির্দেশে স্বাক্ষর করেছেন, যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়া যায়।
তিনি বলেন, “কারণ এটি ভেতরের শত্রু; পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে না যাওয়ার আগেই আমাদের ব্যবস্থা নেওয়া দরকার।”
এ ছাড়া ট্রাম্প সংবাদমাধ্যমের ওপর ক্ষোভও উগড়ে দিয়েছেন। তিনি কিছু সাংবাদিককে “অসম্মানিত বা ঘৃণ্য ব্যক্তি” বলেন।