ভেনেজুয়েলার উপকূলের কাছে মার্কিন যুদ্ধবিমান শনাক্ত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে কারাকাস। দেশটির অভিযোগ, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে সামরিক উসকানি দিয়ে জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। সূত্র: আল জাজিরা।
স্থানীয় সময় বৃহস্পতিবার প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ভ্লাদিমির পাদ্রিনো জানান, অন্তত পাঁচটি এফ-৩৫ যুদ্ধবিমান ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলার সীমান্ত ঘেঁষে উড়তে দেখা গেছে।
তিনি বলেন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং কারাকাসের মাইকেতিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল সিস্টেম মার্কিন যুদ্ধবিমানের উপস্থিতি শনাক্ত করেছে।
পাদ্রিনো স্পষ্ট ভাষায় জানান, “আমরা তাদের নজরে রেখেছি। আমাদের জনগণকে ভয় দেখানো যাবে না। ভেনেজুয়েলার মানুষ শান্তি, কাজ ও সুখ চায় কিন্তু যুক্তরাষ্ট্র বারবার সামরিক উসকানি দিচ্ছে।”
এ বিষয়ে পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় এক যৌথ বিবৃতিতে জানায়, যুদ্ধবিমানগুলো উপকূল থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরে শনাক্ত হয়। যদিও তা সরাসরি আকাশসীমা লঙ্ঘন নয়, তবে দেশটির অভিযোগ—এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল এবং বেসামরিক বিমান চলাচলকে ঝুঁকির মুখে ফেলছে।
বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীর উদ্দেশে বলা হয়, ক্যারিবীয় অঞ্চলের শান্তি নষ্ট করে এমন দুঃসাহসী ও যুদ্ধবাজ আচরণ অবিলম্বে বন্ধ করতে হবে।