মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশ অমান্য করে গাজায় নতুন করে বোমাবর্ষণ চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ২০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আল-জাজিরা। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত শান্তি প্রক্রিয়া নতুন করে অনিশ্চয়তায় পড়ল।
গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসিল এএফপিকে জানান, গতকাল রাত ছিল ভয়াবহ। ইসরায়েলি সেনাবাহিনী গাজা সিটি ও আশপাশের এলাকায় ব্যাপক বোমা হামলা চালিয়েছে। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প হামলা বন্ধের আহ্বান জানানোর পরও ইসরায়েল তা উপেক্ষা করেছে।’
মাহমুদ বাসিল আরো জানান, গত রাতের হামলায় অন্তত ২০টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং অনেক পরিবার ধ্বংসস্তূপে আটকা পড়েছে।
এদিকে হামাস যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাব আংশিকভাবে মেনে নেওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলকে বোমাবর্ষণ বন্ধের নির্দেশ দিয়েছিলেন। এই নির্দেশের পর গাজার বাসিন্দারা ধারণা করেছিল, যুদ্ধবিরতি কার্যকর হবে এবং তারা নিরাপদে ঘরে ফিরতে পারবেন। কিন্তু রাতেই ফের হামলা শুরু হয়।
ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, ‘গাজা সিটিতে আমাদের অভিযান এখনো চলছে। এলাকা বিপজ্জনক, সাধারণ মানুষকে সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।’
ট্রাম্পের প্রস্তাবে হামাস শর্তসাপেক্ষে সম্মতি দেওয়ার পর গাজার সাধারণ মানুষ আশার আলো দেখছিলেন—দীর্ঘ আড়াই বছরের যুদ্ধ হয়তো শেষ হবে। কিন্তু ইসরায়েলের নতুন হামলায় সেই আশায় ধাক্কা লাগল।