২০২৫ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিশিষ্ট বিজ্ঞানী— জন ক্লার্ক, মাইকেল ডেভোরেট এবং জন মার্টিনিস। ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং ইলেকট্রিক সার্কিটে শক্তির কোয়ান্টাইজেশন নিয়ে তাঁদের যুগান্তকারী গবেষণার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময় মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৩টা ৪৫ মিনিটে সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের পদার্থবিজ্ঞানের নোবেলজয়ীদের নাম ঘোষণা করে।
তিনজন নোবেলজয়ীই কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের এমন এক শাখায় কাজ করেছেন, যা আধুনিক প্রযুক্তি, বিশেষ করে কোয়ান্টাম কম্পিউটিং এবং সুপারকন্ডাকটিং সার্কিট উন্নয়নে নতুন দিগন্ত খুলে দিয়েছে। তাদের আবিষ্কার দেখিয়েছে কীভাবে কোয়ান্টাম বৈশিষ্ট্যগুলো বড় স্কেলের ইলেকট্রনিক সার্কিটেও পর্যবেক্ষণ করা যায়—যা একসময় কেবলমাত্র পরমাণু স্তরের পরীক্ষায় সম্ভব মনে করা হতো।
প্রতিটি নোবেলজয়ী পাবেন একটি স্বর্ণপদক, একটি সনদপত্র, এবং মোট ১২ লাখ মার্কিন ডলার অর্থমূল্য। যেহেতু এবছর তিনজন যৌথভাবে পুরস্কার পেয়েছেন, তাই পুরস্কারের অর্থ সমান ভাগে তাদের মধ্যে বণ্টিত হবে।
প্রতিবছরের মতো এবারও পদার্থবিজ্ঞান ও রসায়নে নোবেল প্রদান করছে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স, আর চিকিৎসাবিজ্ঞানে পুরস্কার ঘোষণা করছে সুইডেনের স্টকহোমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট।