যদি গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়িত হয় এবং তা স্থায়ী শান্তি নিশ্চিত করে, তবেই তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এর কৃতিত্ব দেবেন বলে জানায়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরের মেয়র পদে ডেমোক্রেটিক প্রার্থী জোহরান মামদানি।
গত শুক্রবার সিএনএনের ‘দ্য সোর্স’ অনুষ্ঠানে উপস্থাপক কাইটলান কলিন্সকে জোহরান বলেন, যুদ্ধবিরতির খবর তাঁকে আশাবাদী করেছে।
তিনি আরো জানান, “হোক হামাসের ৭ অক্টোবরের হামলা বা ইসরায়েল সরকারের ফিলিস্তিনিদের ওপর নীতি—এই চুক্তি আগের দুর্দশা মুছে দিতে পারবে না। কোনো চুক্তিই ধ্বংসস্তূপকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারবে না।”
জোহরান মামদানি ইসরায়েলি আগ্রাসনকে প্রায়ই ‘জাতিগত নিধন’ হিসেবে উল্লেখ করেছেন, যদিও ইসরায়েল এ ধরনের অভিযোগ বারবার অস্বীকার করেছে। ৭ অক্টোবরের হামলার দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে দেওয়া বিবৃতিতে তিনি হামাস, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করেছেন।
এছাড়া যুক্তরাষ্ট্রকে গাজা যুদ্ধে ইসরায়েলের সহযোগী হিসেবে আখ্যায়িত করেছেন।
তিনি বলেন, “জাতিগত নিধন বন্ধ হলে এবং বন্দীদের মুক্তি দেয়া হলে, এটি (ট্রাম্পের ভূমিকা) প্রশংসার যোগ্য। এই দুটি কাজ একসাথে সম্পন্ন হতে হবে।”
নির্বাচিত হলে জোহরান মামদানি নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হবেন। নির্বাচনী প্রচারণায় গাজা যুদ্ধ বারবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।
সাম্প্রতিক মাসগুলোতে নির্বাচনী এলাকায় তার প্রতি ইহুদিদের সমর্থন বেড়েছে এবং তিনি ইহুদি বিদ্বেষের বিরুদ্ধ লড়াইয়ের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছেন।