শ্রীলঙ্কার উপকূলীয় শহর ওয়েলিগামায় বুধবার এক বন্দুকধারীর গুলিতে বিরোধীদলীয় রাজনীতিক লাসান্থা বিক্রমাসেকারা নিহত হয়েছেন।
পুলিশ জানায়, ৩৮ বছর বয়সী এই নেতা নিজ কার্যালয়ে স্থানীয় ভোটারদের সঙ্গে বৈঠক করার সময় হামলার শিকার হন। গুলি চালানোর পর হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বিক্রমাসেকারা ছিলেন বিরোধী দল সামাগি জনা বলাওয়েগায়ার (এসজেবি)-এর সদস্য। ওয়েলিগামা কাউন্সিলের নিয়ন্ত্রণ নিয়ে এসজেবি ও ক্ষমতাসীন দলের মধ্যে তীব্র দ্বন্দ্ব চলছিল। তবে হামলার পেছনের স্পষ্ট কারণ এখনও জানা যায়নি।
শ্রীলঙ্কায় চলতি বছরে সহিংস অপরাধের সংখ্যা বেড়েছে। দেশটির সরকারি হিসাব অনুযায়ী, এই বছরে শতাধিক গোলাগুলি সংক্রান্ত ঘটনা ঘটেছে, যার ফলে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। বেশিরভাগ ঘটনায় স্থানীয় মাদকচক্র ও প্রতিদ্বন্দ্বী অপরাধী গোষ্ঠীর জড়িত থাকার কথা বলা হচ্ছে।
গত ফেব্রুয়ারি মাসে কলম্বোর একটি আদালতের ভিতরে আইনজীবীর ছদ্মবেশে এক বন্দুকধারীর গুলি চালিয়ে এক আসামিকে হত্যা করার ঘটনা ঘটেছিল। প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকের সরকার ক্ষমতায় আসার পর এটি প্রথম রাজনৈতিক নেতার ওপর হত্যাকাণ্ড। পুলিশ হত্যাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছে।