ইসরায়েল আবারো যুদ্ধবিরতি ভেঙে গাজায় হামলা চালিয়েছে, যাতে অন্তত ১৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রাফাহতে এক বন্দুক হামলায় সৈন্য আহত হওয়ার পর এই অভিযান পরিচালনার নির্দেশ দেন।
আল জাজিরার খবরে বলা হয়, বুধবার (২৯ অক্টোবর) রাতে গাজার বিভিন্ন স্থানে বিমান হামলা হয়। হামলার পর গাজার ভবন ও অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডস এই হামলাকে যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে। তারা জানায়, ইসরায়েলের এই হামলার জেরে নিখোঁজ এক বন্দির মরদেহ হস্তান্তর স্থগিত করা হয়েছে।
হামাস আরও সতর্ক করে জানিয়েছে, ইসরায়েল যদি বড় ধরনের উসকানি দেয়, তাহলে মৃতদেহ উদ্ধারের কার্যক্রম বাধাগ্রস্ত হবে এবং অবশিষ্ট ১৩ জিম্মির মরদেহ উদ্ধারেও বিলম্ব ঘটবে।
অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স দাবি করেছেন, যুদ্ধবিরতি এখনো কার্যকর আছে। তিনি বলেন, “ছোটখাটো সংঘর্ষ হতে পারে। আমরা জানি গাজায় এক ইসরায়েলি সৈন্য আহত হয়েছে। ইসরায়েল জবাব দিতে পারে, তবুও আমরা আশা করি শান্তি টিকে থাকবে।”
হামাস জানিয়েছে, রাফাহর ঘটনায় তাদের কোনো সম্পৃক্ততা নেই। গাজার সরকারি মিডিয়া অফিস বলেছে, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইসরায়েল অন্তত ৯৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং মানবিক সহায়তা প্রবেশও কঠোরভাবে সীমিত রাখা হয়েছে।
আল জাজিরা অনুসারে, হামাস নেতা সুহাইল আল-হিন্দি বলেন, “মরদেহ উদ্ধারে কিছু জটিলতা তৈরি হয়েছে, তবে বিলম্বের দায় ইসরায়েলকেই নিতে হবে।”

