যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ কোরিয়া সফরের ঠিক আগে মঙ্গলবার উত্তর কোরিয়া নিজেদের পশ্চিম উপকূলে নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এটি সমুদ্র থেকে স্থলে নিক্ষেপযোগ্য সর্বাধুনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা ‘শত্রুদের’ উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতার কথা মনে করিয়ে দেবে।
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এদিনের পরীক্ষা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেনি। কারণ, জাতিসংঘের নিষেধাজ্ঞা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার ওপর প্রযোজ্য, কিন্তু ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা এতে অন্তর্ভুক্ত নয়।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছেন, তাঁর মূল মনোযোগ এখন চীনের সঙ্গে বাণিজ্য আলোচনায়। তবে তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে বৈঠক করতে আবারো এ অঞ্চলে আসতে আগ্রহী।
বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই বক্তব্য বন্ধুত্বের সংকেত হলেও উত্তর কোরিয়ার নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করার ইঙ্গিত হিসেবে দেখা যেতে পারে।
ট্রাম্পের এই এশিয়া সফর শুরু হয়েছিল মালয়েশিয়ায় দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক জোটের (আসিয়ান) শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের মধ্য দিয়ে। এরপর তিনি জাপান গেছেন এবং সেখান থেকে আজ দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছেন। দক্ষিণ কোরিয়ায় তিনি দেশটির প্রেসিডেন্ট লি জে মিউংয়ের সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠকে লি জে মিউং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি চূড়ান্ত করা এবং দেশটির পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক বজায় রাখার বিষয়ে আলোচনা করবেন।
দক্ষিণ কোরিয়া সফরের মধ্য দিয়ে ট্রাম্পের এই সপ্তাহের এশিয়া সফর শেষ হবে।

