ভারতের মধ্যপ্রদেশের ভোপাল শহরে নজিরবিহীন এক ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জেলা পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) কল্যাণা রঘুবংশী একজন বন্ধুর বাড়ি থেকে নগদ ২ লাখ রুপি ও একটি মোবাইল ফোন চুরি করার অভিযোগে পলাতক রয়েছেন।
ঘটনাটি ঘটেছে জহাঙ্গীরাবাদ থানা এলাকায়। অভিযোগ অনুযায়ী, ভুক্তভোগী নারী গোসলে যাওয়ার আগে মোবাইল ফোন চার্জে রেখে যান। এ সুযোগে ডিএসপি রঘুবংশী বাড়িতে প্রবেশ করে ব্যাগে রাখা নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান।
ভুক্তভোগী ফিরে এসে টাকাপয়সা ও ফোন না পেয়ে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করেন। ফুটেজে দেখা যায়, রঘুবংশী বাড়িতে প্রবেশ করছেন এবং কিছুক্ষণ পর হাতে টাকার বান্ডিল নিয়ে বের হয়ে যাচ্ছেন। ঘটনার পর তিনি সঙ্গে সঙ্গে থানায় অভিযোগ দায়ের করেন।
পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে রঘুবংশীর বিরুদ্ধে চুরির মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত কর্মকর্তা বর্তমানে পলাতক এবং তাকে ধরতে বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার বিট্টু শর্মা জানান, “অভিযোগকারীর মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ফোনটি অভিযুক্ত কর্মকর্তার বাসা থেকে পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজেও তাকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তবে চুরি হওয়া ২ লাখ টাকা এখনো উদ্ধার করা যায়নি।”
পুলিশ সদর দপ্তর ইতোমধ্যে রঘুবংশীর বিরুদ্ধে বিভাগীয় নোটিশ জারি করেছে এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। ঘটনাটি গোটা পুলিশ বিভাগে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, কোনো পুলিশ কর্মকর্তা আইনের ঊর্ধ্বে নয় এবং ঘটনার স্বচ্ছ ও কঠোর তদন্ত হবে।

