যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ডেমোক্র্যাটিক পার্টিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘আইন বহির্ভূত শাসন ও বেপরোয়া মনোভাব’ এর বিরুদ্ধে সোচ্চার হতে আহ্বান জানিয়েছেন। রোববার তিনি এই বার্তা দেন।
ওবামা ভার্জিনিয়া এবং নিউ জার্সির গভর্নর নির্বাচনের প্রার্থীদের পক্ষে প্রচারণা শুরু করেছেন। গতকাল ভার্জিনিয়ার নরফোকের ওল্ড ডমিনিয়ন বিশ্ববিদ্যালয়ে বক্তব্যে তিনি ট্রাম্পের নীতি ও আচরণের বিরুদ্ধে সংগঠিত হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, “চলুন আমরা এই আইনবহির্ভূত ও বেপরোয়া শাসনের মুখোমুখি হই। এটি এখন জরুরি, কারণ আমাদের দেশ এবং রাষ্ট্রব্যবস্থা অত্যন্ত অন্ধকার অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে।”
কাজটি সহজ নয়, তা স্বীকারও করেন ওবামা। তিনি বলেন, “প্রতিদিন হোয়াইট হাউস থেকে যেসব তথ্য আসছে, তা পাগলামো ছাড়া কিছু নয় এবং এই পাগলামো নিয়মিত বাড়ছে। যেমন বৈদেশিক বাণিজ্য শুল্কনীতি— এটি এত সহজে ব্যবসায়ী ও আইনজীবীদের দ্বারা মেনে নেওয়া হয়েছে।”
তিনি আরো বলেন, “সংবিধানকে পাশ কাটিয়ে বিভিন্ন শহরে সেনা মোতায়েনের বিষয়টিও উদ্বেগজনক। কংগ্রেসের রিপাবলিকান এমপিরা ট্রাম্পের সমস্যা বুঝেছেন, কিন্তু তাঁরা তাকে থামাতে পারছেন না। তাই এখন আমাদের, ডেমোক্র্যাটদের এগিয়ে আসা প্রয়োজন।”
ওবামা একই দিন নিউ জার্সির নেওয়ার্ক শহরেও বক্তৃতা দেন। সেখানে তিনি বলেন, “ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে প্রতিটি দিন আমাদের জন্য ভৌতিক হয়ে উঠেছে। সরকার অচল হয়ে পড়ছে, জরুরি পরিষেবা পরিচালনায় চাপ বাড়ছে এবং এর মধ্যে তিনি ৩০ কোটি ডলারে বলরুম তৈরি করছেন।”
প্রসঙ্গত, বারাক ওবামা শেষ মার্কিন প্রেসিডেন্ট যিনি একটানা দুই মেয়াদে নির্বাচিত হয়ে সাংবিধানিক মেয়াদ শেষ করেছেন। বর্তমানে তিনি ডেমোক্র্যাটিক পার্টির অন্যতম জনপ্রিয় নেতা হিসেবে বিবেচিত।
সম্প্রতি কংগ্রেসের সিনেটে ট্রাম্পের শুল্কনীতির বিরুদ্ধে রেজোল্যুশন পাস হয়েছে। সেখানে প্রথমবারের মতো রিপাবলিকান দলের চার জন সিনেটর ট্রাম্পের বিপক্ষে ভোট দিয়েছেন।

