রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) হোয়াইট হাউজে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ সতর্কতা উচ্চারণ করেন।
ট্রাম্প বলেন, শুধুমাত্র গত মাসেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রায় ২৫ হাজার সেনা নিহত হয়েছেন। এই ব্যাপক প্রাণহানিকে ভয়াবহ উল্লেখ করে তিনি অবিলম্বে রক্তপাত বন্ধের আহ্বান জানান।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি চান এই হত্যাযজ্ঞ বন্ধ হোক। তার ভাষায়, “আমি দেখতে চাই এই হত্যা বন্ধ হয়েছে। এ লক্ষ্যে আমরা কঠোরভাবে কাজ করছি।”
যুদ্ধ অব্যাহত থাকলে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিতে পারে বলে সতর্ক করে ট্রাম্প বলেন, এই সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াতে পারে। তিনি উল্লেখ করেন, “আমি আগেও বলেছি, সবাই এ ধরনের খেলা খেলছে। এতে যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াবে। আমরা চাই না এমনটি হোক।”


