যুক্তরাষ্ট্রে সম্ভাব্য নিষেধাজ্ঞা এড়াতে মার্কিন ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সঙ্গে বাধ্যতামূলক চুক্তিতে সই করেছে টিকটকের চীনা মালিক বাইটড্যান্স। এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম চালু রাখতে যৌথ অংশীদারত্ব গঠনের পথ খুলছে।
বৃহস্পতিবার কর্মীদের পাঠানো এক স্মারকে টিকটকের প্রধান নির্বাহী শৌ জি চিউ বিষয়টি নিশ্চিত করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, এই উদ্যোগ বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রে টিকটক পরিচালনা নিয়ে ওয়াশিংটনের দীর্ঘদিনের চাপ কমতে পারে।
চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবসা পরিচালনায় একটি যৌথ উদ্যোগ গঠন করা হবে। এতে ৫০ শতাংশ মালিকানা থাকবে ওরাকল, সিলভার লেক ও সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান এমজিএক্সসহ কয়েকটি বিনিয়োগকারীর হাতে। আগামী ২২ জানুয়ারি চুক্তিটি চূড়ান্ত হতে পারে।
চুক্তি সম্পন্ন হলে বাইটড্যান্সের মালিকানা থাকবে ১৯ দশমিক ৯ শতাংশ। ওরাকল, সিলভার লেক ও আবুধাবিভিত্তিক এমজিএক্স প্রত্যেকে ১৫ শতাংশ করে শেয়ার পাবে। বাকি ৩০ দশমিক ১ শতাংশ থাকবে বাইটড্যান্সের বিদ্যমান বিনিয়োগকারীদের সহযোগী প্রতিষ্ঠানের হাতে।
টিকটকের দাবি, এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের ১৭ কোটিরও বেশি ব্যবহারকারী একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক সম্প্রদায়ের অংশ হিসেবে নতুন সম্ভাবনার সুযোগ পাবেন।
দফায় দফায় বিলম্বের পর অবশেষে এই চুক্তি বাস্তবায়নের পথে এগোচ্ছে। ২০২৪ সালের এপ্রিল মাসে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে যুক্তরাষ্ট্রের কংগ্রেস জাতীয় নিরাপত্তার যুক্তিতে টিকটক নিষিদ্ধের আইন পাস করে। সেই আইনের আওতায় অ্যাপটি বিক্রির বিষয়েও আলোচনা শুরু হয়।
আইন অনুযায়ী, টিকটক নিষিদ্ধের বিধান কার্যকর হওয়ার কথা ছিল ২০২৫ সালের ২০ জানুয়ারি। তবে মালিকানা হস্তান্তরের চুক্তি চূড়ান্ত করতে গিয়ে ট্রাম্প প্রশাসন একাধিকবার সময়সীমা পিছিয়ে দেয়।

