দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের নিকটবর্তী বেকার্সদাল শহরের একটি পানশালায় বন্দুকধারী হামলায় ৯ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। ঘটনাটি শনিবার স্থানীয় সময় রাত ১ টার দিকে সংঘটিত হয়।
বেকার্সদাল শহরের পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, “শনিবার রাত ১ টার দিকে ১২ জন সাদা মাইক্রোবাস এবং রুপালি রঙের মোটরগাড়িতে চেপে পানশালায় আসে। তারা এলোপাতাড়ি গুলি চালিয়ে পানশালার মালিকসহ ৯ জনকে হত্যা এবং ১০ জনকে আহত করে। হামলাকারীরা অল্প সময় সেখানে অবস্থান করেছিল।” পুলিশ উল্লেখ করেছে, পানশালাটি বৈধ এবং সরকারিভাবে নিবন্ধিত।
দেশটির সরকারি টেলিভিশন চ্যানেল এসএবিসি জানিয়েছে, বন্দুক হামলা এবং হতাহতের ঘটনা পানশালার ভিতরে নয়, বাইরের সড়কে ঘটেছে।
গাউটেং প্রদেশের পুলিশ কর্মকর্তা ফ্রেড কেকানা জানিয়েছেন, হামলার কারণ এবং দায়ীদের পরিচয় এখনও নির্ধারণ করা যায়নি। পুলিশ সংশ্লিষ্ট আলামত সংগ্রহ করছে এবং কেন্দ্রীয় ও প্রাদেশিক গোয়েন্দা বিভাগের সদস্যদের সহায়তায় তদন্ত চালাচ্ছে। আহতদের নিকটস্থ হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

